CH Ad (Clicksor)

Tuesday, September 16, 2014

অকাল বীর্যপাত



অকাল বীর্যপাত





পুরুষ যদি উত্তেজনার শুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে। নারীর সাথে দৈহিক মিলনের সময় পুরুষ নানা ভাবে নারীকে উত্তেজিত করে। এই সময় উভয়েই উভয়েই শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে। অনেক পুরুষের এই সময়েই বীর্যপাত হয়ে যায়। এতে করে পরবর্তী যৌন উত্তেজনা আর তীব্র হয় না।


অকাল বীর্যপাতের ব্যাপারে কয়েকটি পরামর্শ হলোঃ
লিঙ্গে স্পর্শ না করা।
প্রথমেই তীব্র উত্তেজিত না হওয়া ।
পারস্পরিক হস্তমৈথুন ।
লিঙ্গের উত্তেজনা ধরে রাখা ইত্যাদি ।



চিকিৎসা
ডায়াজিপাম অথবা লিব্রিয়ামের ব্যবহার ।
যৌনমিলনের আধাঘন্টা আগে ট্যাবলেট মেলারিল ৫ থেকে ১০ মিঃগ্রাম সেবন।


ফোঁটা ফোঁটা বীর্যপাত পুরুষের যৌন জীবনের একটি সমস্যা। বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। সাইকোজেনিক কারণে অবশ্য এই সমস্যা হয় বেশি। অনেক ক্ষেত্রে আঘাতজনিত কোনো কারণে ও এটি হতে পারে। বিভিন্ন কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলোঃ
কঠিন ধর্মীয় কুসংস্কার ।
গর্ভাবস্থার ভয় ।
নারীর কাছ থেকে লাঞ্ছিত হওয়া ।
সেলিবেসি অবস্থার চাপ ।
বীর্যদানে কার্পণ্য মনোভাব ইত্যাদি ।



এছাড়াও এব্যাপারে আরো গুটিকয়েক কথা না বললেই নয়।

চরমপুলক হলো যৌনমিলনের মূল কথা । চরমপুলকের মাধ্যেমে নারী এবং পুরুষের দেহ যৌনানন্দ লাভ করে। নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের চূড়ান্ত পর্যায়ে চরমপুলক ব্যাপাটি সংঘটিত হয়ে থাকে। চরমপুলকের আগে নারী এবং পুরুষ যৌনক্রিড়া এবং যৌনমিলনে অংশ নেয়। যৌনমিলনের একেবারে শেষ ধাপ হলো চরমপুলক। শারীরিক আনন্দের চরমপর্যায়ে উভয়ের শরীর শিথিল হয়ে পড়ে।

নারী এবং পুরুষ যখন দৈহিক মিলনে উপনিত হয়, তখন উভয়ের শরীরে দৈহিক উত্তেজনা চলে আসে । নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই উত্তেজনার চারটি ধারা হলোঃ
উত্তেজনার ধারা।
যৌনমিলনের ধারা।
চরমপুলকের ধারা।
শিথিলতার ধারা।


উত্তেজনার স্তরে পুরুষ এবং নারী একে অন্যের স্পর্শে বা আদরে উত্তেজিত হতে পারে। উত্তেজনার ধারাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যৌন আনন্দদায়ক।

নারী পুরুষের যৌন উত্তেজনার ধারা পৃথিবীব্যাপী একই রকম। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে নারী পুরুষ একই রকমভাবে যৌন উত্তেজিত হয় এবং যৌনমিলনে অংশগ্রহণ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা যৌনতার ব্যাপারটি উল্লেখ হয়ে থাকে। পৃথিবীব্যাপী যৌনতার উপর গবেষণা এবং আলোচনা হয় ব্যাপকভাবে । আমেরিকান বিখ্যাত কিনসে ইনস্টিটিউট নারী পুরুষের যৌনতার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে।



নারী-পুরুষের জন্য কয়েকটি লক্ষ্যণীয় বিষয়ঃ

যৌনমিলনের সময় কনডম ব্যবহার করুন
যৌনমিলন দৈহিক তি করে না
পুরুষের সমস্যাগুলো কি জানতে চেষ্টা করুন
নারীর সমস্যাগুলো কি জানতে চেষ্টা করুন
ডাক্তারী পরামর্শ নিন



যৌবন প্রাপ্তির পর পরই পুরুষ নানা প্রকার যৌন সঞ্চয় করে। এই সময়ে পুরুষের যৌনতা ব্যাপারে তীব্র আকর্ষণ জন্মায় । যাতে করে পুরুষ হস্তমৈথুন থেকে শুরু করে সমকামিতা এমনকি পতিতা সঙ্গম করেও একজন পুরুষ তার যৌনাকাঙ্খা পূরণ করে থাকে। 



বীর্যের ঘনত্ব পরীক্ষাঃ

বিভিন্ন কারণে ডাক্তারকে বীর্য পরীক্ষা করতে হয়। সাধারণভাবে পুরুষত্বহীনতার ক্ষেত্রে বীর্য পরীক্ষার ব্যাপারটি সবচেয়ে বেশি আলোচিত হয়। বীর্য পরীক্ষার সময় ডাক্তার পাঁচটি বিষয় খেয়াল রাখেন। বিষয়গুলো হলোঃ
বীর্যে ফ্রকটোজ
কনজেনিটাল সমস্যা
বীর্য নালীর সমস্যা
ডায়াবেটিক নিউরোপ্যাথি
শ্বেত কোষের সমস্যা




বীর্য হলো পুরুষের প্রধান যৌন তরল। নানা ক্ষেত্রে পুরুষের বীর্য পরীক্ষার প্রয়োজন পড়ে। যে সমস্যাগুলোর জন্য বীর্য পরীক্ষা করা উচিত সেগুলো হলো-

ঘন ঘন যৌন সংক্রামক রোগ হওয়া
পুরুষত্বহীনতা
অকাল বীর্যপাত
বীর্যপাতকালীন ব্যথা
বীর্যে সাথে রক্তপাত
বীর্যের ঘনত্ব কমে যাওয়া ইত্যাদি




সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ








কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য। 




মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here


হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

1 comment: