Tuesday, December 17, 2013

সত্যি কি প্রেম ছিল_Written By aarushi1977 [৩য় খন্ড (চ্যাপ্টার ০৭ - চ্যাপ্টার ০৯)]

আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।




সত্যি কি প্রেম ছিল
Written By aarushi1977





সত্যি কি প্রেম ছিল (#07)

আমার দিকে ম্লান চোখে তাকালো শুভ্র, একটা হালকা হাসি হেসে বলল---"কি বলব তোকে? আমার কিছু বলার নেই, আমি নিছক ঘোরের বশে একটা মরীচিকার পেছনে ছুটে ছিলাম। এই আর কি।"

"বেশ হয়েছে, আরও যা।" আমার মাথায় তখন রক্ত টগবগ করে ফুটছে "কে যেতে বলেছিল তোকে?"

---"কি করি, মানুষ তো রে বাবা, ভুল তো মানুষেরই হয় নাকি"

কি আর বলি ওকে। আমি আলত করে হেসে দিলাম। ওর মাথায় হাত দিয়ে চুল গুলর মধ্যে বিলি কেটে দিতে দিতে জিজ্ঞেস করি---"পাগল ছেলে এক বারে।"

আমার হাত টা সরিয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করল---"পা টা ভাঙলি কি আমাকে দেখানোর জন্য?"

আমি আর হাসি থামাতে পারিনা---"ধুর বোকা ছেলে, তোর জন্য পা ভাঙতে হয় নাকি, তোর মাথা টা ফাটিয়ে দিলে তো আমার কাজ হয়ে যেত।"

---"মাথা টা তো ফাটাতে যাসনি, মচকেছিস নিজের পা।"

পায়ের ব্যাথা অনেকটা ভুলেই গেছিলাম আমি। আমার পাটা আবার ও নিজের কোলে তুলে নিয়ে আলত করে হাত বুলাতে লাগলো। যেইনা গোড়ালি তে হাত দিল আমার ব্যাথাটা চিনচিন করে উঠল।

---"উউফফফফ......... ছাড় ছাড় ..."

আমার দিকে তাকিয়ে বলল---"একটা এক্স-রে করতে হবে দেখছি।"

আবার ব্যাথা উঠে গেলো। বাড়ি কাছে আসছে। আমার দিকে তাকিয়ে বলল---"বাড়ি পর্যন্ত যেতে তো অসুবিধা নেই, নাকি বাড়ি গেলে তারা মারবি?"

আমি হাসব না কাঁদব কিছু ভেবে পেলাম না---"কুত্তা, শালা, কোলে তুলে ট্যাক্সি করে বাড়ির কাছে এসে কি না ছেলে বলে, বাড়ি যাব দিদিমনি। মারবো এমন না... চল বাড়ি দিয়ে আসবি, না হলে মা মারবে।"

কোন রকমে, ওর কাঁধে হাত রেখে, বাড়ি ঢুকলাম। মা তো আমাকে দেখে আঁতকে ওঠে---"কি রে পা ভাঙলি কোথায়?"

---"কাকিমা, আর বল কেন, তোমার যা একটা দস্যি মেয়ে, সিরি নামতে জানে না তো পা ভাংবে না।"

আমি চিৎকার করে উঠি---"এই একদম উলটো পাল্টা বলবি না। সিরি তে জল ছিল তাই পড়ে গেছি।" আমি মায়ের দিকে দেখে বললাম---"বেশি কিছু হয়নি শুধু মছকে গেছে।"

আমার মা আমার দিকে দেখে একটু হেসে বলল---"হ্যাঁ তাতো দেখতে পাচ্ছি যে মছকে গেছে।" শুভ্রর দিকে তাকিয়ে মা বলল---"একটু দাঁড়িয়ে যাস বাবা, চা টা বানাই।"

মা রান্না ঘরে ঢুকতেই, আমার দিকে ভুরু নাচিয়ে শুভ্র বল্ল---"কি রে চা টা খাবো না পালাবো?"

আমি হেসে বললাম---"পালিয়ে গেলে এবারে আমি না, মা তোর পা টা ভেঙে দেবে বুঝলি। চুপ চাপ ঘরে গিয়ে বস আমি কাপড় চেঞ্জ করে আসছি।"

ব্যথা একটু ছিল, কিন্তু চলে গেলো সব। আমি সালওয়ার ছেড়ে একটা টপ আর ঢোলা একটা প্যান্ট পড়ে বশার ঘরে ঢুকলাম। ঢুকে দেখি, শুভ্র আর মা বেশ জম্পেশ করে গল্প জমিয়েছে। আমি তো চক্ষু ছরক গাছ, "যে ছেলে কিনা কলেজে একটা কথা বলে না সে কিনা মায়ের সাথে দিব্যি গল্প জুরে দিয়েছে?"

---"কি গল্প হছে তোমাদের?"

"এই তোকে নিয়ে গল্প হচ্ছেনা চিন্তা নেই" আমার দিকে তাকিয়ে শুভ্র বলল।

---"হ্যাঁ টা বেশ বুঝতে পারছি।"

বেশ কিছুক্ষণ গল্প টলপ করে শুভ্র সেইদিন চলে গেলো। 

আমি সারা রাত ধরে ভাবতে লাগলাম, কি হতে চলেছে এটা? ঘুম আসে কি আসে না। একসময় দু চোখের পাতা ভারি হয়ে ওঠে। চারদিকে অন্ধকার, আকাশে কালো মেঘ, আমি একা একা একটা গাছের তলায় চুপচাপ বসে। মাথার ওপরে মেঘেরা তাণ্ডব নৃত্য চালাচ্ছে। থেকে থেকে, বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। আসে পাশে কেউ কথাও নেই। ধু ধু একটা ফাঁকা মাঠ তার মাঝে একটা বিশাল গাছ, তার তলায় আমি একা। পরনে একটা আলু থালু সাদা মখমলের জামা যেটা বুক থেকে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে এসেছে। ঠাণ্ডা হিমেল বরষার হাওয়ায় আমার মসৃণ ত্বকে এক শিহরণ জাগিয়ে তুলেছে। মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি তে দেখি, গাছটার ডাল গুলো আমায় যেন কাছে ডাকছে, আমার দিকে হাত নাড়িয়ে ইশারা করছে "অহনা, আয় আয়।"

আমি থর থর করে কাঁপতে থাকি একটা ভিজে পায়রার মতন। চোখে আতঙ্ক নিয়ে চারদিকে দেখতে থাকি। গলাটা আমার শুকিয়ে ওঠে "কেউ কি আছ কোথাও। আমি এখানে, আমায় বাঁচাও।"

আমার চুল গুলো এলোমেলো হয়ে আমার শরীর, বুক, পিঠ সব ঢেকে ফেলে। গাছের ডাল আমার পিঠে হটাত করে হাত বোলায় যেন। আমি আর থাকতে না পেরে ঐ খোলা প্রান্তর মাঝে দিশা হিন ভাবে ছুটতে থাকি। দেখা যায় না কিছু। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখি গাছ টা আমার পেছনে ছুটছে। আমি আরও জোরে দৌরতে শুরু করি। একবারের জন্য পেছনে ফিরে দেখি, গাছ টা আমার অনেক কাছে চলে এসেছে। আমি চোখ বন্ধ করে নেই, ধরা পড়ার আশঙ্কায়। আমার সারা গা হাত পা, ঠক ঠক করে কাঁপতে থাকে। আমি দৌড়নো বন্ধ করিনা। দৌরতে দৌরতে হঠাথ একটা কিছুর সাথে আমি ধাক্কা খাই।





সত্যি কি প্রেম ছিল (#08)

আমায় কেউ যেন নিজের বলিষ্ঠ বাহু জোড়া দিয়ে আলিঙ্গনে বধ্য করে। আমি নিজেকে ছাড়াতে চেষ্টা করি ঐ দুই বলিষ্ঠ বাহু পাশ। আমায় ছাড়তে চায় না। মুখ তুলে দেখতে চেষ্টা করি, কে সেই মানুষ যে আমাকে তার বাহুপাশে আলিঙ্গন বধ্য করেছে। কিন্তু আমি তার মুখ টা দেখতে পাইনা। সেই মানুষটার মুখের ওপরে একটা কালো কাপরের আস্তরন। চোখ দুটি দিয়ে আগুন বের হচ্ছে যেন। আমি কিছু না ভেবে, ঐ পুরুষটার বুকের ওপরে আঁচর কাটতে থাকি নিজেকে বাঁচানোর জন্য। এক সময় ঐ বলিষ্ঠ পুরুষটা আমাকে তার বাহি পাশ থেকে মুক্ত করে। আমার সারা শরীর এক নির্মম উত্তেজনায় কাঁপতে থাকে, কপালে বিন্দু বিন্দু ঘাম জেগে ওঠে। আমি ওর মুখের ওপরের আস্তরন টা খুলে ফেলতে চেষ্টা চালাই, কিন্তু পারিনা। এমন সময় একটা বিদ্যুৎ ঝলশায় আকাশ থেকে, বিদ্যুৎ তরঙ্গ টা সোজা ঐ নাম না জানা, পুরুষটির মাথার ওপরে পড়ে। আমি চমকে উঠি চিৎকার করে উঠি "না একি হল।" আমি চোখ বন্ধ করে ফেলি।

এমন সময় মা ডাক দেয়---"অহনা কি হয়েছে?" 

আমি চোখ মেলে দেখি আমি নিজের বিছানায় শুয়ে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি, আমার হাত দুটি যেন জ্বলছে, যেন এই মাত্র আগুনে পুড়েছে।আমি ঠিক করলাম যে আমি সেই দিন কলেজে যাবোনা, আমি বাসবি কে ফোন করে জানিয়ে দিলাম যে আমার পা মচকেছে তাই আমি কলেজে যেতে পারবো না। 

আমি সারা দিন অপেক্ষা করে রইলাম, যে শুভ্র আমাকে ফোন করবে, কিন্তু কোন ফোন এল না সারাদিনে। সন্ধ্যেবেলায় এক এক করে পাখিরা সব ঘরে দিকে উড়ে যেতে লাগলো, আমি আমার ঘরের জানলা খুলে চুপ চাপ বসে ছিলাম। পাখীদের আনাগোনা দেখছিলাম আনমনে। ভাবতে লাগলাম "আমি যদি পাখী হতে পারতাম তো কি করতাম? শুভ্রর কাছে যেতাম কি? ও কে? সেটা ও খুব বড় প্রশ্ন। কালো কাপড়ের পেছনে যে মানুষ টা ছিল সে কি শুভ্র না সে অন্য কোন রাজকুমার যে আমার জন্য কোথাও অপেক্ষা করে দাঁড়িয়ে আছে?" আমি কোন উত্তর পেলাম না। 

পর দিন যখন কলেজ গেলাম, সেদিন দেখলাম যে শুভ্র কলেজ আসেনি। পরাশর কে জিজ্ঞেস করতে ও বলল, শুভ্র কোন কাজে কলকাতার বাইরে গেছে। ও ঠিক করে বলতে পারল না কোথায় গেছে। মনটা একটু খানির জন্য হলেও, নড়ে ওঠে "আমাকে বলে গেলো না একবার? তার মানে কি ঐ কালো কাপড়ের পেছনের পুরুষটা ও নয়?" 

তার কিছুদিন পর পর্যন্ত শুভ্র ফিরল না। আমি ওর বাড়ি ফোন করবো কি করবো না সেটা ভাবছিলাম একা একা বসে। এমন সময় বাসবি আমাকে জিজ্ঞেস করে---"কি রে তোর কি হয়েছে? তুই ঠিক ঠাক কথা বলছিসনা কেন?"

আমি ওর দিকে এক গাল হেসে বললাম---"কই কিছু হয়নি তো। আমি তো দিব্যি আছি।" আমার থুতনি টায় আঙ্গুল দিয়ে নাড়িয়ে আমায় জিজ্ঞেস করে---"সত্যি তো তুমি বলছনা সোনা, কই ব্যাপার।"

নাকের ডগাটা লাল হয়ে ওঠে আমার, কান দুটি উষ্ণ বাতাসে দুলে ওঠে। আমি মাথা নেড়ে বলি---"কিছু হয় নি রে।" 

দু দিন পরে, আমি আর বাসবি ক্লাসে বসে নোট্*স লিখছিলাম একমনে, এমন সময় হটাথ করে কোথা থেকে একটা ছোটো চাঁটি আমার মাথার পেছনে পড়ল। আমি রেগে মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখি, শুভ্র আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে।

---"মিস মি ডার্লিং।"

হাতের সামনে যে বইটা ছিল সেটা ছুঁড়ে মারি ওর দিকে---"এক বার বলে যেতে পারলি না কোথায় গেছিলি।"

---"সরি বাবা, নেক্সট টাইম একদম বলে যাবো, পারলে সাথে নিয়ে যাবো।"





সত্যি কি প্রেম ছিল (#09)

আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি, ও অনেক শুকিয়ে গেছে। বাসবি ওকে জিজ্ঞেস করে---"কি হয়েছিল রে তোর, এতো দিন আসিস নি কেন?"

ঠোঁট উল্টে জবাব দিল শুভ্র---"জ্বর হয়েছিল আর কি।"

আমি রেগে গিয়ে জিজ্ঞেস করি---"একটা ফোন করার দরকার মনে করিসনি আমাকে?"

আমার দিকে ম্লান হাসি হেসে বলে---"ফোন তো তুইও করতে পারতিস, অহনা। তুই তো করিসনি। যাই হোক। আমি গেছিলাম একটু কাজে বাইরে, তার পরে সেখান থেকে ফিরে একদিন মায়াপুর যাই ঘুরতে।"

---"একা একা মায়াপুর?"

---"হ্যাঁ, একা একা মায়াপুর।"

---"একা ঘুরতে কারুর ভাল লাগে নাকি রে? তুই কেমন ছেলে?"

---"আমার একা একা ঘুরতে ভাল লাগে। তবে সেটা পরের ব্যাপার, মায়াপুর গিয়ে বৃষ্টি তে ভিজে আমার হল জ্বর, বাড়িতে একা তাই আর আসা হল না।"

---"বাড়িতে একা মানে, কাকু কাকিমা কোথায়?"

মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শুভ্র, চোখের কোলে এক চিলতে কালো মেঘ দেখে আমার বুক টা ধুকপুক করে ওঠে। আমি ওর পাশে এসে ওর হাতে হাত রেখে জিজ্ঞেস করি---"কি হয়েছে?"

একটা বড় নিঃশ্বাস নিয়ে আমার দিকে জল ভরা চোখে তাকায়, একটা ম্লান হাসি হেসে বলে---"ক্লাস শুরু হবে, চল বসি।"

আমি ওর হাত ধরে বাইরে তেনে নিয়ে যাই---"ক্লাস গেছে চুলোয়, আমি জানতে চাই আজ যে কে এই শুভ্র।"

আমি ওর হাতটা আমার মাথার ওপরে দিয়ে বলি---"বল না হলে আমি আর কোন দিন তোর সাথে কথা বলব না"

জোর করে ও হাতটা আমার মাথা থেকে সরিয়ে নিয়ে আমার দিকে তাকায়। চোয়াল দুটি শক্ত হয়ে ওঠে ওর। চোখ দুটি দিয়ে রাগ, দুঃখ, আগুন, ভেঙে পড়ার দাগ ফুটে ওঠে। চোখ দুটি লাল। আমার বুক দুটি কেঁপে ওঠে ওর মুখ দেখে। আমার দুই চোখে, জলে টলমল করতে থাকে, বুক কেঁপে ওঠে দুরুদুরু। একটা অজানা ভয় এবং শূন্যতা ভর করে আমার মাথার ওপরে। আমি এগিয়ে যাই ওর দিকে। মুখ টা উঁচু করে ওর জল ভরা দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি "কি"।

আড় চোখে তাকিয়ে দেখি, পরাশর, সুপর্ণা, পারমিতা, বাসবি আরও অনেকে আমাদের দিকে তাকিয়ে। আমার মাথায় যেন রক্তর বাণ ডেকেছে।

আমি ওর হাত ধরে কলেজ থেকে টেনে বার করে নিয়ে যাই। হাত ছাড়াতে চেষ্টা করে না, চুপ চাপ আমার পেছনে একটা পোষা গারুর মতন হেঁটে আসে।

আমি ওকে জিজ্ঞেস করি---"কোথায় যাবি?"

---"কোথাও না।"

দুই জনে পাশাপাশি হাঁটতে থাকি, চুপচাপ, কারুর মুখ দিয়ে কোন আওয়াজ নেই।

ও কিছুক্ষণ পরে বলে ওঠে---"আমার মা নেই, অনেক দিন আগে মারা গেছেন। পাঁচ বছর আগে বাবা আবার বিয়ে করেন। তিনি এবং আমার নতুন মা, তারা আলাদা থাকেন, আলাদা সংসার। আমি তাদের সাথে থাকতে চাইনি। আমি একা থাকি, আমার মায়ের নামে দাদু একটা বাড়ি দিয়েছিল সেখানে। বাবা তার নতুন সংসার নিয়ে, অফিস নিয়ে ব্যাস্ত, আমাকে সময় দেবে কোথা থেকে। ছোটো বেলা থেকে হস্টেলে মানুষ। কারুর তো ভালবাসা কোন দিন পাইনি। তাই আমার এই অবস্থা।"

আমার পা দুটো যেন কেউ পেরেক দিয়ে পিচের রাস্তার ওপরে গেঁথে দিল। আমি থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। হাতের তালু মুঠি হয়ে আমার অজান্তেই আমার বুকের মাঝে জড় হয়ে আসে, বুক কেঁপে ওঠে। মনে হয় যেন এই বুঝি ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পরবে রাস্তায়। আমি ওর দিকে তাকিয়ে থাকি এক দৃষ্ট, আমি চোখের পলক ফেলতে ভুলে যাই। আমার গাল বেয়ে টপ টপ করে জল ঝরতে থাকে। "কি বলছিস তুই?" 

আমার থেমে যাওয়া দেখে ও দাঁড়িয়ে পরে, আমার দিকে তাকিয়ে হালকা করে মাথা নাড়ায় "আমি সত্যি বলছি।"

মনে হয়েছিল সেই দিন, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি ওকে। রাস্তার মানুষ জন দেখে সেই দিন পারিনি।

তার আর পর নেই, নেই কোন ঠিকানা। আমি বাসবি আর শুভ্র, তিন জন বেশ ভাল বন্ধু হয়ে যাই। 

আমার জন্মদিন ছিল, সেপ্টেম্বর মাসে। আমি তার আগের দিন ওকে জিজ্ঞেস করি---"কি রে রাতে উইশ করছিস?"

হেসে উরিয়ে দেয় আমার কথা---"ধুর ঐ সব তো প্রেমিক প্রেমিকারা করে।"








কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার গল্প শেয়ার করার মূল উদ্দেশ্য। 




aarushi1977-এ লেখা এই গল্পটির ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here

aarushi1977-এর লেখা গল্পগুলোর ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here

মূল ইন্ডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ


হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

No comments:

Post a Comment