আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
নিষিদ্ধ ভালবাসা
Written By pinuram
Written By pinuram
বিস্ময়ান্বিত সুন্দরী (#01)
আমি ছাদে উঠে, সবুজ মাঠের পারে দিগন্তের দিয়ে চেয়ে রই। সূর্য পশ্চিমাকাশে ঢলতে শুরু করেছে। একটি সুন্দর দিনের অবসান। পরী এখন এলো না, বুকের মাঝে ছিঁড়ে নেওয়ার এক ব্যাথা কঁকিয়ে ওঠে। এই তিন দিন, হাসি কান্নায় ভরা, কত মধুময় সময়ে একসাথে থাকা। আমি শুধু চেয়েছিলাম আর কিছু সময় ওর সাথে কাটানোর, সেটা আর ভাগ্যে জুটলো না। কিছুক্ষণ পরে বাড়ির সবাই সাজগোজে ব্যাস্ত হয়ে পরবে, বউভাতের জন্য মুখর হয়ে উঠবে বাড়ি। একে একে আত্মীয় সজ্জনের আনাগোনা শুরু হয়ে যাবে, চারদিক লোকে লোকারণ্য। আমি হয়তো আর ওর সাথে কিছু সময় একলা কাটাতে পারবোনা। সেটা ভেবেই মনের ভেতরটা নিঙরে কেঁদে ওঠে। এর মধ্যে কোন এক সময়ে, গভীর রাতে আমরা চলে যাবো। আমি ছাদের রেলিঙের ওপরে মাথা নিচু করে বসে পড়ি, নিজের ওপরে কুব রাগ হয়, কেন যে আমি সেই সময়ে স্নান করতে গেলাম। কেন আমি রাতে মদ খেতে গেলাম। আমি মাথা নিচু করে নিজের কপালে করাঘাত করি। দু’চোখের কোল বেয়ে জল বয়ে যায়। আমার হৃদয়টা যেন কাঁচ ভাঙ্গার মতন ঝনঝন করে সহস্র টুকরো হয়ে যায়।
আমার মনে হল কেউ যেন অনেক দুর হতে আমার নাম ধরে ডাকছে। মায়ের গলা শুনে সম্বিৎ ফিরে পাই, পেছনে তাকানর আগে চোখের জল মুছে নেই আমি। পেছনে তাকিয়ে দেখি মা ডাকছেন আমাকে, মায়ের পেছনে পরী। আমার বেদনা ভরা চেহারা দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আমার। আমার অভিব্যাক্তি হীন চাহনি দেখে পরী সব বুঝে যায়। বুঝে যায় আমি কি ঝঞ্ঝার মধ্যে ছিলাম এই কয়েক ঘণ্টা। চোখে জল চলে আসে ওর, ঠোঁট কামড়ে নিজেকে সামলে নেই পরী।
বিস্ময়ান্বিত সুন্দরী (#02)
মা পৌঁছানো মাত্র বাড়ির সবাই জিজ্ঞেস করছিল যে আমার কি হয়েছে, আমি নিরুত্তর। পরী আমার পাশে এসে মাকে বলে যে ও আমাকে নিয়ে নিচে যাবে।
আমি মা'কে জিজ্ঞেস করি "আমাকে কেন শপিং করতে নিয়ে গেলে না?"
প্রশ্ন শুনে বুঝতে পারল, যে প্রশ্নটা ঠিক মাকে করা হয়নি করা হয়েছে ওকে।
মা বললেন "পরীর জন্য নতুন ড্রেস কেনার ছিল তাই শপিংএ গেছিলাম আমরা, তুই তো কখন শপিংএ যেতে ভালবাসিস না তাই তোকে ডাকিনি। ও তোর জন্য কিছু একটা কিনেছে, তোর ড্রেসের সাথে মানাবে। কি পরবি আজ রাতে? ধুতি না সুট?"
পরী আমার কানে কানে বলে যে ও আমার জন্য একটা টাই কিনেছে, টাই আমি যেন সুট পরি। আমি মাকে বললাম যে আমি সুট পড়ব। মা আমাদের ছেড়ে নিচে নেমে যায়।
মা নিচে নেমে যেতেই, পরী আমার মুখখানি দুহাতে নিয়ে বলে "আমি জানি তোমার মনের অবস্থা। আমি সরি।" মাথা টেনে নিচে নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে "পাগল ছেলে একেবার, এখন বড় হয়নি। বড় হও, তুমি ভেঙ্গে পড়লে আমি কোথায় যাবো একবার ভেবে দেখছ?" আমার হাত ধরে নিচে টানতে টানতে বলে "এখন সেই বাচ্চা ছেলেটাই আছো। চল চোখ মোছ আর ড্রেস করে নাও তাড়াতাড়ি। তার পরে একটা বিশাল সারপ্রাইস দেবো তোমাকে।"
আমি ওর দেওয়া রুমাল বের করে মুখ মুছে ওকে জিজ্ঞেস করি যে সারপ্রাইসটা কি। ও হেসে বলে যে, যদি বলে দেই তাহলে কি আর সারপ্রাইস থাকবে।
নিচে নেমে দেখলাম যে বাড়িতে বেশ সাজসাজ রব। আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরি বলল তাড়াতাড়ি ড্রেস পরে নিতে। বিছানায় দেখলাম আমার ধূসর রঙের সুট পাট পাট করে রাখা। আর তার ওপরে এক নীল রঙের স্ট্রাইপ করা টাই রাখা। টাই দেখে আমার খুব পছন্দ হল, পরী জিজ্ঞেস করল যে টাই আমার পছন্দ কিনা। আমার মনে হল পরীকে ওখানে জড়িয়ে ধরি, কিন্তু সেটা আর হলো না, মা চলে এলেন। পরীকে বললেন যে মৈথিলীর রুমে যেতে, ওকে সাজাতে বিউটিসিয়ান এসেছে।
আমার দিকে চোরা চাহনিতে দেখে যেন বলল "নিচে আমার জন্য অপেক্ষা করো।" বলেই দৌড়ে চলে গেল।
আমি সুট পরে নিচে নেমে গেলাম, সুব্রত আমাকে দেখে বলল "বস আজকেও আমাকে মাত করে দিয়েছ।"
সুব্রত আজকে একটা কালো পাঞ্জাবী পরেছে তার ওপরে সোনালী সুতোর ভারী কাজ করা। দারুন দেখাচ্ছে সুব্রতকে, আজ ওর বউভাত।
আমি ওর পিঠ চাপড়ে বললাম "তো, আজকে তোমার বেড়াল মারা দিন আর তারপরে হানিমুনে গোয়া। আমি সত্যি থ্যাঙ্ক ফুল যে আমাকে তোমরা তোমার বিয়েতে ডেকেছ।"
আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুব্রত বলল "না, আমি ধন্য হয়ে গেছি তোমরা এসেছ বলে।"
"আর যাই হোক, এই তিন দিনে আমি অনেক কিছু পেয়েছি। হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমার পোঁতা আমের গাছ, পুকুর পারে মাছ ধরা আর সেই মাছ গুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া।"
হেসে বলে সুব্রত "হটাৎ করে কবি হয়ে গেলে কি করে। টেকনিক্যাল সায়েন্সের ছেলে।"
ঠিক সেই সময়ে অরুনিমা আমার কাছে এসে হেসে বলে "হাই, ড্যাসিং ম্যান। আজকে তো অনেক মেয়ের মাথা ঘুরে যাবে বলে মনে হচ্ছে।"
আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, একটা হালকা গোলাপি রঙের সাড়ী পড়েছে। মাথা চুলে সুন্দর একটি খোঁপা বাঁধা। কাজল টানা চোখ, বেশ সুন্দরী লাগছে মেয়ে টাকে। সুব্রত আমার দিকে চোখ টিপে ইশারা করে অখান থেকে চলে যায়।
জিজ্ঞেস করে অরুনিমা "খাবার পরে কোথায় ছিলে তুমি? আমি সারা বাড়ি খুঁজছিলাম তোমাকে।"
যা বাবা, এ মেয়েটা দেখছি হাত ধুয়ে আমার পেছনে পরে আছে। আমি জিজ্ঞেস করলাম "কেন খুঁজছিলে আমাকে?"
"এমনি, একা একা ভালো লাগছিল না বলে।"
"হাঁটবে আমার সাথে।"
মাথা নাড়িয়ে বলল "হ্যাঁ"
"মাঝে মাঝে ভিড় অনেক বোরিং মনে হয় তাই না।" উঠোনের ওপর দিয়ে হাঁটতে থাকি দু’জনে। কিছু লোক আমাদের দিকে তাকিয়ে দেখে। ইন্দ্রানি মাসি আমার দিকে তাকিয়ে হেসে ফেলে।
"তুমি বড় চুপচাপ। তুমি কি বরাবরি এইরকম?" অরুনিমা আমাকে জিজ্ঞেস করে।
"হ্যাঁ। আমি কম কথা বলতে ভালবাসি। কথা শুধু তাদের সাথে বলি যাদের সাথে মনের মিল হয়।"
"আমার মতন তাহলে। আমার কারুর সাথে বেশি কথা বলতে ভালো লাগেনা, কিছু লোক ছাড়া।"
আমি হেসে বললাম "যাক বাঁচালে, সেই কিছু লোকের মধ্যে আমি আছি তাহলে।"
কথায় কথায় জানতে পারলাম যে অরুনিমা এক ভাই এক বোন। ও বড়, ভাই ক্লাস এইটে পড়ে। বাবা সরকারি চাকুরিরত, রাইটার্স বিল্ডিঙ্গে চাকরি করেন। কথা বলতে বলতে আমরা অনেক দুর এগিয়ে গেছিলাম।
বিস্ময়ান্বিত সুন্দরী (#03)
আমি ওকে বললাম যে এবারে আমাদে ফেরা উচিৎ। আমাকে বলল "আর একটু হাঁটবে, এমনি এমনি।"
দু’কদম আরও এগিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে অরুনিমা। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে "একটা প্রশ্ন করতে পারি কি? খুবই পারসোনাল।"
আমি বললাম "ওকে জিজ্ঞেস করো।"
"তোমার কোন গার্ল ফ্রেন্ড নেই তাই না। না মানে এমনি জিজ্ঞেস করলাম।"
এই প্রশ্ন টার সম্মুখীন হতে হবে সেটা আমি আগে থেকে আঁচ করেছিলাম।
আমি হেসে ফেলি, সত্যি কথা বলা যাবে না "কেন মনে হল তোমার?"
"তুমি যা কম কথা বল, তাই আমার মনে হল।"
"না, আমার সময় নেই ফুল টাইম গার্লফ্রেন্ড জোটানোর।"
আমি হেসে উত্তর দেই।
ঠোঁটে দুষ্টুমির হাসি মাখিয়ে বলে "হুম, মানে স্মল টাইম এফেয়ার।"
"আরে না না, সে রকম কিছু নয়, অনেক বন্ধু আছে, তার মধ্যে মেয়ে বন্ধুও অনেক আছে।"
আমি আঁচ করলাম যে আমার কথা শুনে অরুনিমা স্বস্তির এক দীর্ঘশ্বাস ছাড়ে। ভেতরে ভেতরে তো আমি হেসে লুটোপুটি খাচ্ছি। আমি ওকে বললাম যে বাড়ি থেকে আমরা অনেক দুরে চলে এসেছি এনারে আমাদের ফেরা উচিৎ। আমার কথা শুনে সায় দিল অরুনিমা। আমার মনে ভেতরে একটা ভয় ছিল যে পরী যদি আমাদের দেখতে পায় তাহলে কি ভেবে বসবে। ফেরার পথে দু’জনেই চুপচাপ হেঁটে চলি।
বাড়ির কাছাকাছি এসে আমাকে বলে "আমরা দু’জনেই কোলকাতা থাকি। একদিন আমাদের বাড়ি আসবে?"
আমি মাথা নাড়িয়ে জানিয়ে দেই যে যেতে পারি তোমাদের বাড়ি। আমার হাতের মধ্যে একটা কাগজের টুকরো ধরিয়ে দিয়ে চলে যায়, অরুনিমা। যাওয়ার আগে ইশারা করে বলে যায় যে কাগজে ওর বাড়ির ফোন নাম্বার লেখা, আমি যেন ফোন করি। ও চলে যাবার পরে, কাগজের টুকরোর দিকে তাকিয়ে হেসে ফেলি আমি। চুলে আঙ্গুল নিয়ে বুলিয়ে নেই।
পেছন থেকে কেউ আমার কাঁধে টোকা দেয়, ঘাড় ঘুড়িয়ে দেখি আমার প্রানপ্রিয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ঠোঁটে দুষ্টুমির হাসি "কি চলছে... হ্যাঁ। কিছুর যেন গন্ধ পাচ্ছি মনে হল আমার।"
মাথা থেকে পা পর্যন্ত হাঁ করে চেয়ে থাকি, অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওকে। দামী তুঁতে রঙের লেহেঙ্গা চোলি পড়েছে, সারা শরীরে রূপলি সুতোর ভারী কাজ করা। দুধে আলতা গায়ের রঙ, ত্বক যেন মক্মলের মতন চমক দিচ্ছে। হাসলে যেন মুক্ত ঝরে পড়ছে আর গালে টোল পড়ে হাসির মাধুর্য যেন দ্বিগুন হয়ে গেছে। কোমল কটিদেশ অনাবৃত, নরম পেট, নাভি উন্মচিত। রূপে সম্মোহনে আমি মাতোয়ারা হয়ে যাই। ওড়নাটা ঘাড়ের পেছন দিয়ে সামনের দিকে দু’পাশে ঝোলান। হৃদয়ের গভীরে প্রবল ইচ্ছে জাগে যে ওখানে হাঁটু গেড়ে বসে সুগভীর নাভির ওপরে একটি সিক্ত চুম্বন এঁকে দেই। কাজল কালো ডাগর নয়নে আমার দিকে তাকিয়ে হাসে আমার প্রণয়িনী। আমি ওর বিমুগ্ধ সৌন্দর্য দেখে উন্মাদ প্রায় হয়ে উঠি। বাকরুদ্ধ হয়ে যাই আমি।
একবার চক্কর খেয়ে আমায় জিজ্ঞেস করে "কেমন দেখাচ্ছে আমাকে?"
আমি ওর সৌন্দর্য বিবরণ করার ভাষা খুঁজে পাই না, হাঁ করে তাকিয়ে বলি "আমার হার্ট অ্যাটাক এসে যাবে যে।"
ফিসফিস করে জিজ্ঞেস করে "অরুনিমার চেয়ে ভালো দেখতে লাগছি?"
ওর টোল পরা গালে আঙ্গুল দিয়ে টোকা মেরে বলি "হুম, আমি কি কোথাও কোন কিছু জ্বলার গন্ধ পাচ্ছি?"
আমার দিকে আঙ্গুল উচিয়ে বলে "ভুলেও ভাববে না অন্য কারুর কথা।"
আমি চট করে ওর আঙ্গুলে ঠোঁটের মধ্যে নিয়ে চুমু খেয়ে ফেলি।
মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে "বদমাশ ছেলে, সবাই দেখে ফেলবে যে।"
"সরি ম্যাডাম।"
"আমি একটু ছোটমার সাথে কথা বলব, আসবে আমার সাথে?"
আমার মা কাছেই দাঁড়িয়ে কয়েক জন আত্মীয়র সাথে কথা বলছিলেন। পরী দৌড়ে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মাকে দেখলাম পরীর কপালে আলতো করে একটা চুমু খেতে, আমি ওখান থেকে সরে পড়ি।
ইন্দ্রানি মাসি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন যে আমরা কখন বের হব। আমি উত্তর দিলাম যে আমি সঠিক জানিনা, মা বলতে পারবেন। মা আর পরীর দিকে একবার তাকিয়ে চোখের কোল মোছে মাসি।
"আজকে পরী কে সামলানো অনেক দুষ্কর হবে। আমি জানিনা তোরা চলে যাবার পড়ে কি হবে।"
বলতে বলতে গলা ধরে আসে ইন্দ্রানি মাসির।
আমি ইন্দ্রানি মাসি কে নিয়ে একটা ঘরে ঢুকে পায়ের কাছে বসে ওনার দু’হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলি "তুমি না ওর বড়দি। তোমাকে কাঁদতে দেখলে ও আরও বেশি কেঁদে ফেলবে যে।"
দু’চোখের জল বাঁধ মানে না, ঝরে চলে অবিশ্রান্ত। কান্না ভেজান গলায় বলে ইন্দ্রানি মাসি "কোনদিন ভালো চোখে দেখিনি ওকে, চিরটা কাল শুধু বকে গেছি।"
আমি মাসি কে আসস্থ হবার জন্য বলি "চোখ মোছ, আমার জন্য অন্তত একবার হাসো। আজ তোমার ছোটো ভাইয়ের বউভাত।"
চোখ মুছে আমার কপালে ঠোঁট ঠেকিয়ে ধরা গলায় বলে "তুই সত্যি খুব ভালো ছেলে রে।"
ঠিক সেই সময়ে মেঘনা মামি ঘরের মধ্যে ঢুকে আমাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে "কি হচ্ছে বাড়িতে, হ্যাঁ? ওদিকে উলুপিদি, শাশুড়ি মা, পরী তিন জনে কাঁদছে। এদিকে আবার তোমরা কান্না কাটি জুড়েছ। আমি সত্যি এবারে পাগল হয়ে যাবো। ঘর থেকে বের হও আর হ্যাঁ, ভুলেও যদি ওদিকের ঘরে ঢুকলে।"
আমি ইন্দ্রানিমাসি কে জানাই যে আমি পরীর খেয়াল রাখব। ঘর থেকে বেড়িয়ে দেখি, লোকজন খেতে বসতে শুরু করে দিয়েছে। রাত ক্রমে বেড়ে চলেছে। সময় যেন হাতের মুঠোর থেকে হুহু করে বেড়িয়ে যাচ্ছে। ঠিক যেন এক মুঠো বালি, যত চেপে ধরি তত বেড়িয়ে যায়।
উঠানে নেমে পরী কে দেখলাম বেশ হাসি খুশী, কিছু লোকের সাথে কথা বলছে। আমার খুশী হলাম ওর ঠোঁটে হাসি দেখে, যাক বাঁচা গেছে। আমাকে দেখে কাছে ডাকে, ওর দুই বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেয় আমায়। দু’জনেই বিবাহিতা। আমি পরীকে জিজ্ঞেস করি যে ঠিক আছে কি না। আমার প্রশ্নের কোন উত্তর দেয় না।
আমি বললাম "বাবা মাকে এবারে খেতে ডাকা যাক।"
"এত তাড়াতাড়ি কেন, আমার সাথে খাবে না?"
গলা একটু ধরে আসে ওর।
ঠিক সেই সময়ে, সুব্রত ডাক দেয় আমাদের, ফটো তলার জন্য।
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার গল্প শেয়ার করার মূল উদ্দেশ্য।
পিনুরামের লেখা এই গল্পটির ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click hereপিনুরামের লেখা গল্পগুলোর ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
মূল ইন্ডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment