এসো সবাই মিলে যৌনতা উপভোগ করি
সেক্সটিভ্যাল শব্দটা বেশ নতুন তাই না৷ তবে যে দুইটি শব্দ মিলে এর উত্পত্তি তারা কিন্তু আমাদের কাছে বেশ পুরনো৷ একটি সেক্স ও অপরটি ফেস্টিভ্যাল৷ এদের মধ্যে কোন সম্পর্ক যে গড়ে তোলা যায় তা সত্যিই অভিনব৷ সেক্স তো আমাদের কাছে একটা চার দেওয়ালের মধ্যের বস্তু৷ অপর দিকে উত্সব তো সবার মাঝে সবারে নিয়ে আনন্দের সামগ্রী৷ কিন্তু এই অভিনব সম্পর্কের সম্ভারের উদ্ভাবক তথা উপস্থাপক হলেন 32 বছরের প্রাক্তন মডেল নিটজ্যান কিরশেনবয়েম৷ তাঁর নামের মতো তাঁর চিন্তাভাবনাও বেশ কৌতূহল জাগায়।
"বন্ধুরা, এসো সবাই মিলে যৌনতা উপভোগ করি"- উপভোগের এই সমারোহ চলবে ফেব্রুয়ারি মাসের ৫ থেকে ৭ তারিখে হ্যাঙ্গার ১১, টেল আভিভ পোর্টে৷ এই কাজে তাঁর সাথে হাত মিলিয়েছে প্লেবয় ইজরায়েল, ইগো কেবল চ্যানেল ও সেক্স স্টাইল স্টোরের মতো কিছু সেক্স বিশারদ সংগঠন৷ হিউ হেফনার-এর মতো বিশিষ্ট শিল্পপতিও এতে সহযোগিতা করতে চলেছেন৷ সন্ধ্যায় তাঁর প্রসাদে রাখা হবে লটারির মতো আরও হরেক মজার আয়োজন৷ এর থেকে এক সেক্স রহস্য নিয়ে হাজির হবে এই যৌনতার উত্সব৷ সেক্স খেলনা, স্ট্রিপ শো ইত্যাদি পরিবেশন করা হবে৷
খবরটা পড়ে আমাদের দেশের সেক্স বিশারদরা কী ভাবছেন তা তো বোঝাই যাচ্ছে৷ তাঁরাও এই আনন্দে সামিল হতে পারলে বোধহয় পিছুপা হতেন না৷ তবে আমরা খুব সম্ভবত একটা জায়গায় ভুল করে ফেলছি৷ ইজরায়েল আর ভারতীয় উপমহাদেশ এক নয়৷ তবে একটা আশা আমাদের মধ্যে জন্ম নেওয়া খুব স্বাভাবিক৷ কেননা এই ভুবনায়নের যুগের হাওয়ায় আমরাও কিছু সেক্স তো বাতাসে ভাসাতেই পারি৷ তার জন্য আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য।
মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment