Thursday, January 2, 2014

নিষিদ্ধ ভালবাসা_Written By pinuram [৮ম খন্ড (খুঁজে পাওয়া বাল্যকাল)]

আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।




নিষিদ্ধ ভালবাসা
Written By pinuram





খুঁজে পাওয়া বাল্যকাল (#01)

কতক্ষণ ঘুমিয়ে ছিলাম সেটা মনে নেই। চোখ খোলে যখন মাথার পেছনে সজোরে এক থাপ্পর খাই। ঘুম ঘুম চোখে চারদিকে তাকিয়ে দেখি যে কে আমাকে চড়টা মারল। আমি দেখলাম যে আমি উঠানের মাটিতে পড়ে আছি, পায়ের কাছে মাটিতে সুব্রত পড়ে আছে। আমি ওপর দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করি যে কে আমাকে চড়টা মারল, আমি অবাক হয়ে দেখি যে ইন্দ্রানি মাসি আমাদের দিকে কটমট করে তাকিয়ে আছে।

আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠেন "শুয়োর গুলো এখানে শুয়ে? আর আমারা তোদের দু’জনকে সারা বাড়িতে হন্যে হয়ে খুঁজছি। তোদের কি কোন বোধ বুদ্ধি নেই?"

আমি সুব্রতর কাঁধ ঝাঁকিয়ে উঠিয়ে দিলাম, সুব্রত আর আমি দুজনেই উঠে পড়লাম মাটি থেকে। আমি কাতর চোখে ইন্দ্রানি মাসির দিকে চেয়ে বললাম "সরি মাসি। ভুল হয়ে গেছে, কাল রাতে একটু বেশি হয়ে গেছিল।"

চেয়ারের ওপরে মদের বোতল আর গ্লাসের দিকে ইন্দ্রানি মাসির চোখ পড়ে যায়, তাড়াতাড়ি করে চেয়ারের ওপরে নিজের শাল ফেলে দিয়ে ঢেকে দেয় গ্লাস আর বোতল। ঠিক সেই সময়ে পেছন থেকে অনেক গুলো পায়ের আওয়াজ পাই। মাসি সবাই কে বলে "এই ছেলে দুটো সারা রাত এই প্যান্ডেলে পড়ে ছিল।"

দিদা, মা, পরী, মৈথিলী সবাই আমাদের ওপর চোটপাট করতে শুরু করে দেয়। ইন্দ্রানি মাসি দেখলেন যে আমাদের অবস্থা খারাপ, তাই আমাদের বাঁচানোর জন্য ওদের আস্বস্থ করে বললেন যে অল্পবয়স্ক ছেলেরা সব, এখন রক্ত গরম তাই একটু মজা তো করবে। মৈথিলী সুব্রতকে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মা আর দিদা আমাকে বেশ বকাঝকা করে চলে গেলেন। পরী আমার কাছেই দাঁড়িয়ে, ঘুম জড়ানো চোখে চেয়ে দেখলাম বেশ তরতাজা দেখাচ্ছে, মনে হয় স্নান করে নিয়েছে। গা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে, সেই জুঁই ফুলের গন্ধ।

আমাকে টেনে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে জিজ্ঞেস করে "এই ঠাণ্ডায়, ঠিক কি করছিলে বলো তো সারা রাত?"

"কিছু না, জাস্ট গল্প করছিলাম আমরা তারপরে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক জানি না"

আমি আড় চোখে ইন্দ্রানি মাসির দিকে চেয়ে দেখি, মাসি তখন ওখানে দাঁড়িয়ে। এক চাকর কে ডেকে বলে গ্লাস আর বোতল গুলো ফেলে দিতে, যাতে কেউ দেখতে না পায়।

বাড়িতে ঢোকা মাত্র বুঝতে পারলাম যে সবার চোখ আমার দিকে। আমি একটু অসস্তি তে পড়ে যাই। বিশেষ করে সুমন্ত মামা আর বাবা যেন আমাকে খেয়ে ফেলবে এমন ভাবে তাকিয়ে আমার দিকে।

পরী আমাকে টেনে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দেয়। আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার এলোমেলো চুল গুলো নিজের আঙ্গুল দিয়ে আঁচরে দেয়। ধিরে ধিরে আমি নিজের সম্বিৎ ফিরে পাই। স্নান সেরে নিয়েছে পরী, ঠিক যেন সদ্য শিশিরে ভেজা পদ্ম ফুলের মতন দেখাচ্ছে ওকে। ধবধবে সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, তাতে রুপোলী সুতোর কাজ। ঘন কালো লম্বা চুল মাথার পেছনে হাত খোঁপা করে বাঁধা। সদ্য তোলা জুঁই ফুলের গন্ধে আমার মন ভরে ওঠে, আমি দু’হাতে ওর পাতলা কোমর জড়িয়ে ধরি, ভুলে যাই যে দরজা খোলা আছে। কাতর গলায় বলি "আই অ্যাম সরি, পরী। কাল রাতে যা হয়েছিল তার জন্যে সত্যি আমি সরি।"

আমার চুল আঙ্গুল দিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলে "ঠিক আছে, দুষ্টু ছেলেরা এখন তো বদমাশি করবে। তাতে আমি রেগে নেই।"

"সত্যি রেগে নও তুমি? ওহ না, আমার সুইট পরী। দ্যাটস দ্যা রিসন আমার হার্ট চুরি করে নিয়েছ তুমি।"

"অনেক আদিখ্যেতা হয়েছে, আমার একটা কাজ করে দেবে?" বলে ঘুরে দাঁড়ায় "আমার সোনার হার টা লাগিয়ে দেবে?" হাতে মায়ের দেওয়া সোনার হার। 

আমি ওর পেছনে দাঁড়িয়ে পড়ি, হাত পেছনে নিয়ে ঘাড়ের ওপর থেকে খোঁপা টা সরিয়ে দেয়, আর তার সাথে সাথে ঘাড়ের মসৃণ ফর্সা ত্বক আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি দু’হাতে হার নিয়ে দাঁড়িয়ে, ভাবছি কি করে লাগাব আগে না চুমু খাবো আগে। আঙ্গুল গুলো কেঁপে উঠলো আমার, একটু ঝুঁকে আলতো করে ঘাড়ের ওপরে ঠোঁট ছুঁয়ে দেই আমি। ভেজা ঠোঁটের পরশ পেয়ে একটু কেঁপে ওঠে, মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে "আবার দুষ্টুমি হচ্ছে? তাড়াতাড়ি করে হার গলায় লাগিয়ে দাও কেউ এসে যাবার আগে।"

আমি হারে "এস" টা লাগিয়ে দিয়ে মরালীর ন্যায় গ্রীবায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। বেড়াল ছানার মতন মেউ মেউ করে আমার দিকে ফিরে দাঁড়াল। আমি ওর পাতলা কোমরে দু’হাতে শক্ত করে জড়িয়ে ধরি যাতে পালাতে না পারে। আমি জিজ্ঞেস করলাম যে রাতে কি পড়ছে, ও আমাকে জানাল যে ও এখন ঠিক করেনি রাতে কি ড্রেস পরবে।





খুঁজে পাওয়া বাল্যকাল (#02)

আমি ওকে বললাম "তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দরী দেখাবে। তুমি তো আমার পরী।" আমি অনুরোধ করি "এবারে প্লিস একটা ছোট্ট করে কিসি দাও।"

আমার নাকে আলতো করে নাক ঘষে আমাকে বাথরুমের দিকে ঠেলে দেয় "না এখন নয়। বাথরুমে ঢুকে স্নান করে এসো, গা থেকে বাজে গন্ধ বের হচ্ছে।"

ঠিক সেই সময়ে দরজায় কারুর পায়ের আওয়াজ শুনে আমরা সরে দাড়াই। ইন্দ্রানি মাসি ঘরের মধ্যে ঢুকে পড়েন, পরী ইন্দ্রানি মাসির দিকে তাকিয়ে আমার গালে একটা চড় মেরে বলে "বাথরুমে ঢুকে তাড়াতাড়ি স্নান করে নাও।"

ইন্দ্রানি মাসি পরী কে বলে যে আমার মা ওকে খুঁজছে। কারন জিজ্ঞেস করাতে উত্তর দিলেন যে কারন ঠিক জানেনা। পরী আমাকে আর ইন্দ্রানি মাসিকে ঘরের মধ্যে ছেড়ে বেড়িয়ে যায়। ঠিক বেড়িয়ে যাওয়ার সময়ে, ডান হাতের তর্জনী ঠোঁটের কাছে নিয়ে চুমু খেয়ে আমার দিকে নাড়িয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। ইন্দ্রানি মাসি যেহেতু দরজার দিক পিঠ করে দাঁড়িয়ে ছিলেন তাই পরীর কান্ড কারখানা দেখতে পায়না। পরীর চলে যাবার পরে আমাকে জিজ্ঞেস করলেন মাসি যে আমার মা বাবা, আমার এই মদ খাওয়ার কথা জানে কিনা। আমি বললাম পাগল নাকি, ওরা জানে না। আমি মাসি কে একটা বড় থ্যাঙ্কস জানালাম, সকাল বেলা আমাদের বাঁচিয়ে দেওয়ার জন্য। মাসি হেসে আমকে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বলে তাড়াতাড়ি স্নান সেরে নিতে।

আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পরি, স্নান সারার জন্য। পরী আমাদের সাথে আজ যাচ্ছে না, তার মানে, পরীর সাথে আবার কবে দেখা হবে সেটা জানি না। যতটা বেশি সময় ওর সাথে কাটানো যায় সেই চেষ্টা করব আমি।

স্নান সেরে নিচে নেমে পরী অথবা মা কারুর দেখা পাইনা। একটু খারাপ লাগে আমার, কোথায় গেল? আমি এক’জন কে জিজ্ঞেস করলাম যে মাকে অথবা পরী কে দেখেছে কি না, উত্তর দিল না দেখেনি। আমি কি করব, কিছু বুঝে না পেয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। বারান্দায় গিয়ে দেখলাম যে দিদা বসে আছেন আর চন্দ্রানি মাসি কে কিছু বোঝাচ্ছেন। আমি চুপ করে পাশে গিয়ে দাড়াই। ওনাদের কথাবার্তা শেষ হয়ে যাবার পরে দিদা কে জিজ্ঞেস করি যে মা আর পরী কোথায়, আমার মন বলছিল যে যেখানে মা থাকবেন সেখানে পরী থাকবে। আমি জানতাম যেহেতু পরী আমাদের সাথে যাচ্ছে না তাই ও চাইবে যত সম্ভব সময় ওর ছোটমার সাথে থাকতে। দিদা আমাকে জানালেন যে, পরী কে নিয়ে আমার বাবা মা শপিং করতে গেছেন। মা নাকি পরী কে জিজ্ঞেস করেছিলেন যে রাতে কি পড়ছে, পরী উত্তর দিয়েছিল যে ও হয়তো সালোয়ার অথবা কোন সাড়ী পরবে, তাই মা ওকে নতুন ড্রেস কিনে দেবার জন্য শপিং নিয়ে বেরিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম যে গ্রামে কোথায় দোকান যে শপিং করবে? দিদা বললেন যে ওরা বারাসাত গেছে। আমি ঘড়ির দিকে দেখি, দশ’টা বাজে, তার মানে ফিরতে ফিরতে চার পাঁচ ঘন্টা লেগে যাবে, মানে সেই বিকেল তিনটে তে ফিরবে। ধুর বাবা, কেন যে স্নান করতে ঢুকলাম আমি, না হলে আমিও যেতে পারতাম ওদের সঙ্গে। আমি পরীর ওপরে রেগে গেলাম, একবারের জন্য বলে গেলনা আমাকে?

আমি দিদার পাশে বসে পড়ি, দিদা আমাকে আমার ছেলেবেলার গল্প শোনাতে লাগলেন। এইখানে নাকি আমার জন্ম হয়েছিল, আমি নাকি খুব চঞ্চল ছিলাম। সারা বাড়ি হামাগুরি দিয়ে বেরাতাম আর পরী আমার পেছন পেছন ছুটে বেড়াত। এখানেই আমার বড় হওয়া। সুব্রত অনেক ছোটো ছিল তখন। বাড়ির পেছনে যে পুকুর আছে সেখানে আমাকে নিয়ে ছিপ দিয়ে মাছ ধরত সুব্রত। আমরা নাকি ছিপ দিয়ে মাছ ধরে আবার সেটা পুকুরে ছেড়ে দিতাম, সেটাই ছিল আমাদের ছোটবেলার খেলা। দিদা আমাকে বললেন চল তোকে কিছু দেখাতে চাই আমি।

ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, গাড়ি থেকে কিছু মহিলা নামেন। আমরা কাউকে ঠিক চিনিনা তাই দিদা আমাকে নিয়ে ওদের পাশ কাটিয়ে বাড়ির পেছন দিকে নিয়ে এলেন। অনেক দিন মানে সতের বছর পড়ে আমি এদিকে আসছি। বাড়ির পেছনে ফলের বাগান, আম কাঁঠাল লিচু জামের গাছে ভর্তি। বাগান পেরিয়ে কিছু দুর যাবার পড়ে পুকুর দেখতে পাই। বিশাল পুকুর, জলে টলমল করছে।

আমাকে বললেন দিদা "তোর কিছু মনে নেই হয়ত।"

আমি মাথা নেড়ে বললাম "না, কিছু মনে নেই আমার।"

আমার হাত ধরে পুকুরের এক কোনায় নিয়ে একটা আম গাছের নিচে দার করিয়ে বলেন যে গাছ টাকে ধর "তুই তখন বেশ ছোটো টুকুটুকু করে কথা বলিস, আমি সকালে পুজো দিয়ে উঠি, তুই আমার হাত ধরে টানতে টানতে এখানে নিয়ে আসিস। এখানে নিয়ে আমকে গাছ দেখাস, তুই এই গাছটা পুঁতে ছিলিস। চেয়ে দেখ, কত বড় হয়ে গেছে গাছটা।"

আমার মাথায়, স্নেহ ভরা হাত বুলিয়ে বললেন "তুই কত বড় হয়ে গেছিস। আমার বাগানের সব থেকে মিষ্টি আমের গাছ এটা, আজও ঠিক ফল দেয়।"

কথা শুনে আমার মনের ভেতর কেমন উদাস হয়ে যায়।

আমার দিকে অশ্রু ভরা নয়নে তাকিয়ে বলেন "আমার বয়স হয়েছে, তোর মায়ের ও অনেক বয়স হয়েছে। অনেক বেদনা নিজের বুকে লুকিয়ে রেখেছিল এতদিন।"

আম গাছের তলায় বসে পরলেন দিদা, সাথে আমাকেও পাশে বসতে বললেন "উলুপি, তোর মা, আমাদের জন্য অনেক করেছে না হলে হয়ত আমরা যেখানে আছি সেখানে থাকতাম না। আমাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য সব ছাড়াছারি হয়ে গেছে।"

আমি দিদা কে আশস্ত করার জন্য বললাম "আবার ওসব পুরানো কথা কেন উঠাচ্ছ তুমি, ছাড়ো ওসব কথা।"

কেঁদে ফেললেন দিদা আমার দিকে তাকিয়ে "একটি মাত্র মেয়ে, দুই মায়ের কোলে, শুধু মাত্র সময়ের ব্যাবধানে বিচ্ছিন্ন হয়ে গেছে। তুই বুঝবিনা সেই কষ্ট।"

ঠিক সেই সময়ে দেখি ইন্দ্রানি মাসি আমাদের দিকে হন্তদন্ত করে হেঁটে আসছেন। আমরা অবাক হয়ে দেখি। দিদা মাসি কে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে? উল্টে মাসি আমাদের জিজ্ঞেস করলেন যে আমরা এখানে কি করছি। দিদা বললেন যে আমাকে বাড়ি দেখাচ্ছিলেন আর আমার ছোটবেলার গল্প বলছিলেন। ইন্দ্রানি মাসি বললেন যে মৈথিলীর বাড়ি থেকে কিছু আত্মীয় সজ্জন এসেছে তারা দিদাকে খুঁজছে। ইন্দ্রানি মাসি সারা বাড়ি খোঁজেন তখন একজন জানান যে আমরা বাড়ির পেছনে বাগানে।

বাড়ি তে ঢুকতেই দিদাকে ঘিরে ধরে লোকজন, আত্মীয় সজ্জন। আমার খুব একা একা মনে হয়, কিছু যেন করার নেই।







কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার গল্প শেয়ার করার মূল উদ্দেশ্য। 




পিনুরামের লেখা এই গল্পটির ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here

পিনুরামের লেখা গল্পগুলোর ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here

মূল ইন্ডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ


হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

No comments:

Post a Comment