আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
নিষিদ্ধ ভালবাসা
Written By pinuram
Written By pinuram
প্রথম চুম্বন (#01)
সবার সাথে আমি বাসে উঠে পড়লাম। বেশ বড় লাক্সারি বাস। বাবা মা, আত্মীয় সজ্জন সবাই বসে। বরযাত্রী ভর্তি বাস কোলাহলে মুখর হয়ে উঠেছে। আমার চোখ থেকে থেকে শুধু পরীকে খোঁজে, কোথায় গেল। কিছুক্ষণ পরে পরী কে দেখতে পেয়ে যেন ধড়ে প্রান ফিরে পেলাম আমি। যাক, বাবা আছে তাহলে।
আমাকে দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠে "অভিমন্যু এদিকে এসো, আমি বসার জায়গা দেখে রেখেছি।"
আমি প্রভুভক্ত গাধার মতন চুপ করে পরীর পাশে গিয়ে বসে পরি। জানালার দিকের সিটে পরী আর তার পাশে আমি। বাস চলতে শুরু করে। বাসের মধ্যে এত চেঁচামেচি সবাই যেন হাটে এসেছে, চেঁচিয়ে কথা না বললে নিজের কথাই কানে যায় না। এই চেঁচামেচির মধ্যে থেকে মা বলে উঠলেন যে নিয়ে বিয়েবাড়ি পৌঁছতে অনেক দেরি, সবাই গানের খেলা খেললে সময় কেটে যাবে। সবাই এক কথায় সায় দেয়, হ্যাঁ হ্যাঁ হয়ে যাক একটু নাচ গান। কিন্তু প্রশ্ন, শুরু কে করবে। বাসের মধ্যে যারা বয়স্ক তারা বলে উঠলেন যে কচিকাঁচারা শুরু করুক।
পরী চুপটি করে আমার গা ঘেঁসে বসে, বাসের দুলুনিতে মাঝে মাঝে হাতে হাত ঠেকে যাচ্ছে। মাঝে মাঝে পরী আমার দিকে ভুরু কুঁচকে তাকায় আর কোন কথা না বলে জানালার বাইরে তাকিয়ে থাকে। আমি তো প্রমাদ গুনছিলাম বসে বসে, সন্ধ্যেবেলায় মনে হয় আমি একটা এটম বম্ব ফেলেছি তাই চুপ করে থাকাটাই বিচক্ষণের কাজ।
এমন সময়ে সামনের থেকে কেউ চেঁচিয়ে ওঠে "আরে, পরী কোথায়, পরী? বাস ছাড়ার পড়ে কোন সারা শব্দ নেই। পরীর তো এমন হবার কথা নয়।"
আমি পরীর কানের কাছে ফিসফিস করে বললাম "এই যে, কি হয়েছে, এত চুপচাপ কেন? আমি কি কিছু উল্টোপাল্টা বলেছি যার জন্য রাগ করে বসে আছো? সবাই তোমাকে খুঁজছে, কিছু তো বল।"
আমার দিকে শ্যেন দৃষ্টি হেনে কাতর স্বরে বলল "আমি ভাবলাম যে তুমি আমার কথা শুনছিলে। কিন্তু তুমি আমার একটা কথা শোননি। তুমি কিছু বোঝো না। আমি পড়তে চাই, আমি উলুপিসির মতন স্কুল টিচার হতে চাই।"
"আই এম সরি পরী, কিন্তু সত্যি বলছি আমি তোমার সব কথা শুনেছি। এবারে তো উত্তর দাও, সবাই তোমাকে খুঁজছে।"
আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম, ডাগর চোখের কোণে এক ফোঁটা অশ্রু টলমল করছে। তার সাথে আমার হৃৎপিণ্ডটা কেমন যেন টলমল করে উঠলো। দীপ্তিময় রমণী আমার পরী, জানে কি করে মনের ভাব লুকাতে হয়।
নিচের ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে চেঁচিয়ে ওঠে "এই যে আমি, কে খুঁজছে আমাকে?"
পরীর আওয়াজ শুনে সবাই সামনে ডাকে।
সিট ছেড়ে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল "বেরোতে দেবে তো নাকি?"
সিট গুলোর মাঝে জায়গা খুব কম, সামনের সিটের সাথে নিজেকে চেপে ধরে বের হবার চেষ্টা করে পরী। আমার হাতের ওপরে পরীর নিটোল নিতম্বের ছোঁয়া লাগে। সেই ছোঁয়া পেয়ে আমার শরীরে বিদ্যুতের শিহরণ খেলে যায়। বের হওয়ার সময়ে পরীর পিঠ আমার থুতনি ছুঁয়ে যায়, মখমলের মতন ত্বক পরীর। আমি ওর পাতলা কোমর ধরে ওকে বের হবার জন্য সাহায্য করি। কোমরে আমার হাতের পরশ পেয়ে কেঁপে ওঠে পরী। আমি ইচ্ছে করে পরীর কোমল কটিদেশে আলতো করে চাপ দেই।
আমার দিকে ঘুরে তাকায়, নাক কুঁচকে দুষ্টু হেসে বলে "দুষ্টুমি হচ্ছে? আমি এখুনি আসছি।"
বরের ছোটো বোন, বাড়ির সব থেকে ছোটো মেয়ে, চুলবুলি পরী সবার প্রিয়। গলা বড় মিষ্টি তার ওপরে আবার সুন্দর গান করতে পারে পরী। আত্মীয় স্বজনের ভিড়ে হারিয়ে যায় পরী। সামনের সবাই ছোটো বড় রা গান নাচ শুরু করে দিয়েছে। রাতের অন্ধকার কেটে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বরযাত্রীর বাস। আমি চুপ করে বসে দেখতে থাকি পরী কে, মাঝে মাঝে ভাবি, হারিয়ে গেল নাকি। না আমারই ভুল, পরী আমার দিকে মাঝে মাঝেই তাকিয়ে দেখছিল আর চোখ দিয়ে ইশারা করে আমায় ডাকছিল। আমি অসামাজিক প্রাণী, সবার সাথে ঠিক করে মিশতে সময় লাগে তাই বারেবারে ইশারা করে ওর ডাক প্রত্যাখান করে দিচ্ছিলাম। বাসের মধ্যে নেচে নেচে সবাই ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ পরে। কোন একজন বললেন নাচ ছেড়ে নিজের সিটে বসে গানের খেলা করতে।
পরী আমার দিকে আড় চোখে তাকিয়ে গান শুরু করে "পিয়া তু আব তো আজা, সোলা সাওন আকে বেহকে......"
গানের সাথে সাথে আমার দিকে তাকিয়ে যেন বুঝাতে চাইছিল, কি রকম মানুষ তুমি, এত ডাকছি তাও আসো না?
গান শুনে আর পরীর তাকানো দেখে অনেকেই আমার দিকে তাকাতে শুরু করে দিল, আমি একটু খানি মাথা নিচু করে এদিক ওদিকে তাকাই। বাসে বাবা মা, মামা মামিরা সবাই বসে আর পরী যা জুড়েছে তার মধ্যে।
প্রথম চুম্বন (#02)
গান শেষ হয়ে যাওয়া মাত্র আমার মনে হল, না কিছু করা দরকার, অনেক হয়েছে চুপ করে বসে থাকা। আমি বুকের মাঝে সাহস যোগাড় করে গেয়ে উঠলাম, "তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম......"
তৎকালীন সব থেকে প্রচলিত সিনেমার গান।
আমার হেড়ে গলার গান শুনে পরী অবাক হয়ে যায়, তার সাথে বাসের বাকি লোকজন অবাক চোখে তাকিয়ে থাকে আমার দিকে। সবার মুখে যেন একটা প্রশ্ন কে এই ছেলেটা।
পরী সবার প্রশ্ন দেখে আমার সাহায্যের জন্য এগিয়ে আসে, উত্তর দেয় "ইনি হলেন অভিমন্যু, উলুপিদির ছেলে।" তারপরে মায়ের দিকে তাকায়।
বাসের অনেকেই মায়ের দিকে তাকিয়ে বলে "আরে উলুপিদি, তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে।"
পরী ততক্ষণে আমার পাশে চলে এসেছে, আমার হাত ধড়ে বাকি সবার উদ্দেশ্যে বলে যে সবাই যখন গানের খেলা খেলছে তখন আর দাঁড়িয়ে থাকা কেন, সবাই নিজের নিজের সিটে বসে খেলতে পারে। এই কথা শুনে তো আমি যেন হাটে স্বর্গ পেলাম, বাপরে, সবাই যেন ছিনিয়ে নিয়ে গেছিল পরীকে। এবারে আমি একটু ওর পাশে বসতে পারবো। যে যার নিজের সিটে গিয়ে বসে পড়ে, গানের সুর এদিক ওদিক থেকে ভেসে আসতে শুরু করে। আমি বাইরের দিকে পা রেখে সিটে বসে। পরী আমার পেছনে, সিটের ওপরে হাঁটু মুড়ে বসে, আমার দু’কাঁধে হাত দিয়ে ভর করে বসে। আমি কোমল বক্ষের স্পর্শ অনুভব করি ঘাড়ে, আমার মাথার ওপরে থুতনি রেখে হাত দুটি কাঁধের দু’পাশ দিয়ে সামনে ঝুলিয়ে দেয়। বাসের দুলুনিতে আমার ঘাড়ে পরীর কোমল বক্ষের ঘর্ষণে বেশ গরম হয়ে যায়। গানের খেলা যথারীতি চলতে থাকে। মাঝে মাঝে আমার চুলে বিলি কেটে দেয় পরী।
আমি একবার দেখলাম যে মা আমাদের দিকে আড় চোখে একবার দেখে নিল যে আমরা কি করছি।
বেশ কিছুক্ষণ পরে, এক এক করে সবাই ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়। পরী জিজ্ঞেস করে সবাই কে যে কারুর কি আর গান গাওয়ার মতন শক্তি নেই? মা বললেন যে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই যেন একটু বিশ্রাম নিয়ে নেয়। রাত প্রায় সাড়ে আটটা বাজে, আমরা আর আধ ঘন্টার মধ্যে রানাঘাট পৌঁছে যাবো। বিশ্রাম না নিলে বিয়ে বাড়িতে সবাই কে ভুতের মতন দেখাবে। আমার মা স্কুল টিচার, গলায় আওয়াজে সবাই চুপ করে মেনে নিলেন।
বাস হুহু করে রাতের অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে গন্তব্য স্থলের পানে। পরী জানালার পাশে, আমার ডান কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকে। জানালা, একটু খানি খোলা, ডিসেম্বরের কনকনে ঠাণ্ডা হাওয়া মুখে লাগে, মাঝে মাঝে ঠাণ্ডায় কেঁপে ওঠে পরী। কোন গরম জামা কাপড় আনেনি, নিজের সাজ ঢেকে যাবে তাই। ছোটো দাদার বিয়ে, নিজেকে তো স্বর্গের অপ্সরার সাথে পাল্লা দিয়ে সাজিয়েছে। আমি ওর মৃদু কম্পন অনুভব করে বুঝতে পারলাম যে ওর ঠাণ্ডা লাগছে। আমার কাঁধের মায়ের দেওয়া কাশ্মিরি শাল খানি ওর গায়ে জড়িয়ে দিলাম।
আমি ডান হাত দিয়ে ওর কাঁধ স্পর্শ করে জিজ্ঞেস করলাম "কি হল এত চুপচাপ কেন?"
আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল "আমি না একদম বোকা। এত ঠাণ্ডা জেনেও কিছু আনিনি।"
আমি কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম "তুমি শুধু মাত্র বোকা নও, তুমি সুন্দরী গাধি।"
নাক কুঁচকে আমার দিকে তাকিয়ে হেসে বলে "ধুত, তুমি না একদম বদ।"
"আমি কিছু জিজ্ঞেস করতে পারি কি?" আমি জিজ্ঞেস করেলাম পরীকে।
"কি" বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে উলটো জিজ্ঞেস করল।
"তোমার কলেজ কেমন ছিল?"
"তেমন কিছু না, এই কেটে গেছে।" ঠোঁট উল্টে উত্তর দেয় পরী।
বুক ভরে নিঃশ্বাস নিয়ে ধুম করে জিজ্ঞেস করে বসি "তোমার কোন বয়ফ্রেন্ড ছিল না কলেজে?"
পরী আমার দিকে, বড় বড় চোখ করে মুখ তুলে তাকাতেই আমাদের মুখ দুটি পরস্পরের একদম কাছে চলে এসেছিল। আমাকে জিজ্ঞেস করল "এই রকম প্রশ্ন করার মানে?"
আমার সারা মুখের ওপরে পরীর উষ্ণ প্রশ্বাস ঢেউ খেলে বেড়ায়।
আমি উত্তর শুনে চাহনি দেখে তোতলাতে শুরু করে দিলাম "মানে মানে, আমি এই বলছিলাম যে, তুমি সুন্দরী, তার ওপরে বুদ্ধিমতী, সেই জন্য আমি ভাবলাম যে তোমার অনেক বয়ফ্রেন্ড থাকবে নিশ্চয় কলেজে।"
নাক কুঁচকে আমার দিকে দুষ্টুমি ভরা হাসি হেসে বলে "হুম, কোথাও কি কিছু জ্বলছে নাকি? কিছু পোড়ার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে? আমাকে চুপিচুপি করে দেখা হচ্ছে তাই না দুষ্টু ছেলে। দেখে নে অভি।"
অভি, আমার নাম ওর মুখে আমার নাম অভিমন্যু থেকে অভি হয়ে গেছে, আমি তো আহ্লাদে আটখানা। বুকের মধ্যে খুশী যেন আর ধরেনা।
আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে তাকিয়ে উত্তর দিলাম "আরে না না, আমি তো এমনি এমনি জিজ্ঞেস করেছি, আমি কেন কারুর নামে জ্বলে পুরে মরবো"
কিন্তু সত্যি সত্যি আমি কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম সেদিন ওই অজানা অচেনা মানুষটির ওপরে, যদিও তখন উত্তর দেয়নি পরী।
প্রথম চুম্বন (#03)
"না না, আমার কোন বয়ফ্রেন্ড নেই"
সাথে সাথে আমি বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। যদিও পরী বুঝতে পেরেছে কিনা বুঝতে পারলাম না।
"কলেজে অনেক বন্ধু বান্ধবী ছিল, কিন্তু কেউ এই রকম ভাবে স্পেশাল ছিল না। অনেক ছেলেরা ঘোরা ঘুরি করেছে আমার চারপাশে কিন্তু কোনদিন আমার সেই রকম কিছু মনে হয়নি, যাকে বলবে একটা টান বা অন্য কিছু। আজ পর্যন্ত সেই রকম কাউকে চোখে পরেনি আমার।"
"তার মানে তুমি কি তোমার চার পাশে সব দরজা জানালা বন্ধ করে বসে আছো, কাউকে মনের ভেতরে ঢুকতে দেবে না বলে?"
আমি ধুম করে জিজ্ঞেস করে ফেলি।
আমার দিকে তাকিয়ে হেসে বলে "আমি আজ পর্যন্ত সেই রকম কাউকে পাইনি"
আমি ওর মুখের দিকে তাকিয়ে ওর কথা বোঝার চেষ্টা করছিলাম, কি বলতে চাইছে। আমার দিকে মিষ্টি হেসে উত্তর দিল "আমি আজ পর্যন্ত বলেছি, এখন পর্যন্ত বলিনি কিন্তু...... বুদ্ধু ছেলে।"
বলেই খিলখিল করে হেসে ফেলে।
মনের প্রাঙ্গনে যেন ময়ুর নেচে ওঠে, তাহলে প্রেমে পড়েছে পরী, হাতে যেন স্বর্গ পেলাম আমি।
আমি জিজ্ঞেস করি "আচ্ছা একটা কথা বল, বিকেল বেলা উঠানে অত কথা শুনাতে গেলে কেন আমায়?"
"আমার কেমন যেন হটাৎ করে মনে হল তোমায় বলি, তাই বলে ফেললাম, কেন জানিনা।" তারপরে মিষ্টি করে বকার সুরে বলল "এখন চুপ করো, আমাকে একটু শুতে দাও।"
আমার গা ঘেঁসে, ডান কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লো পরী। আমি ডান হাত দিয়ে ওর পাতলা কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিলাম, শীত কালে আমার গায়ের উষ্ণতা পেয়ে আরও যেন আমার পাশ ঘেঁসে বসল। আমি আলতো করে ওর কোমরের কোমল ত্বকে হাত বোলাতে লাগলাম। বাসের ভেতরের নিষ্প্রভ আলোতে, পরীকে যেন ঠিক এক জলপরীর মতন দেখতে লাগছিল, স্বর্গ থেকে মর্তে নেমে আমার কোল ঘেঁসে চুপটি করে শুয়ে আছে।
বেশ কিছুক্ষণ পরে সামনের দিক থেকে কেউ বলে উঠলো যে কনের বাড়ি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে বাস।
আমি পরীকে আলতো করে নাড়িয়ে দিয়ে উঠানোর চেষ্টা করলাম "ওঠ, এসে গেছি প্রায়, নামতে হবে তো"
ঘুম জড়ানো চোখে আমার দিকে তাকিয়ে বলে "না এত তাড়াতাড়ি কেন, আমি একটু ঘুমাব।"
কিছুক্ষণের মধ্যেই বাস কনের বাড়ির সামনে পৌঁছে গেল। পরী তখন পর্যন্ত আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে।
মা আমাদের সিটের পাশে এসে পরী কে ডাক দিলেন "পরী, সোনা মা আমার, দেখ আমারা এসে গেছি নামতে হবে এবারে ওঠ।"
মায়ের কথা শুনে মনে হল, মা সত্যি অনেক ভালবাসে পরী কে, মনে হয় নিজের মেয়ের মতন ভালবাসে।
মায়ের ডাক শুনে তড়িঘড়ি করে চোখ খুলে উঠে বসে পরী, উলটো হাতে মুখ খানি মুছে নিয়ে নিজের ছোটো পার্স থেকে সাজার জিনিস বের করে নিজেকে ঠিক করে নেয়। বাস থেকে সবাই নেমে গেছে, বাসে শুধু আমি আর পরী বসে। ওকে ছেড়ে আমি কি করে নামি। আমি ওর দিকে তাকিয়ে দেখি, পরী নিজের মেকআপ নিয়ে খুব ব্যাস্ত।
আমার ভেতরে প্রবল একটি ইচ্ছে জাগে, মনে হয় এই খালি বাসের মধ্যে জড়িয়ে ধরে একটা ছোট্ট চুমু খেয়ে নেই। আমি উঠে দাঁড়িয়ে, পরীর দিকে ঝুঁকে পড়লাম। মাথার ওপরে আমার উষ্ণ প্রশ্বাস অনুভব করে আমার দিকে মুখ উঁচু করে তাকায়, আমাদের চার চক্ষু এক হয়। আমি ওর গভীর কালো চোখের মাঝে ভালবাসার ছোঁয়া দেখতে পাই। সময় যেন থমকে দাঁড়িয়ে আমাদের চার পাশে, আমি বুকের ভেতর থেকে শেষ সাহস টুকু গুছিয়ে নিয়ে ঝুঁকে পড়ি ওর মাথার ওপরে। কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিয়ে বুক ভরে ওর মাথার আঘ্রাণ নিজের ভেতরে টেনে নেই।
তারপরে আর কিছু জানিনা, আমি চুমু খেয়ে আর পেছনে দেখিনা, এক লাফে বাস থেকে নেমে পড়ি।
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার গল্প শেয়ার করার মূল উদ্দেশ্য।
পিনুরামের লেখা এই গল্পটির ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click hereপিনুরামের লেখা গল্পগুলোর ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
মূল ইন্ডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment