আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
জীবন যে রকম - একটি উপন্যাস
Written By Lekhak (লেখক)
Written By Lekhak (লেখক)
।।তেতাল্লিশ।।
জানি এগুলো আমার মনের আশা ছাড়া কিছুই নয়। বিদিশাকে এখনও ভালবাসি, তাই ভাবি বিদিশা বোধহয় আমার শরীর খারাপের খবর শুনলেই আসবে। দৌড়ে আসবে। ব্যাকুল হয়ে ছুটে আসবে। তারপর এসেই আমাকে জড়িয়ে ধরবে। হয়তো বুকে মুখ গুঁজে কিছুক্ষণ ধরে একনাগাড়ে কেঁদে কেটেও ভাসাতে পারে। আমার মাথায় হাত বুলিয়ে দেবে, বুকেও বোলাবে, আমার কষ্ট দেখলে হয়তো ওর মন ভেঙে যেতে পারে। কি জানি, প্রেমিকার আদর পেলে নাকি যন্ত্রণার অনেক উপশম হয়ে যায়। আমি যদি বিদিশাকে পেতাম। কি ভালই হত। আমার এই বাজে রোগটা হয়তো কবেই সেরে যেত। একটা সুখের সংসার গড়ে আমরা এতদিনে মিষ্টার এন্ড মিসেস। যেন একটা হ্যাপি কাপল। তা না কোথায় কিছু না, সব যেন তার ছিড়ে ছিন্নভিন্ন হয়ে গেল। আমার এত কষ্টের মধ্যেও আমি বিদিশাকে পাচ্ছি না। ভীষন কষ্ট হচ্ছে। যেন কষ্ট আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা ওষুধে আমার শরীরটা ঠিক হয়ে যাবে তো? না আমার বিদিশাকেই চাই। ও না এলে মনে হয় কিছুই ঠিক হবে না।
মা ঘর থেকে বেরিয়ে গেছিল। হঠাৎ ঘরে ঢুকে দেখল, আমার চোখে জল। কাছে এসে আমায় বলল, "দেব তুই কাঁদছিস? এ কি রে?"
তাড়াতাড়ি হাত দিয়ে চোখটা মুছে বললাম, "কোথায় কাঁদছি? না না, ও তুমি ভুল দেখেছো।"
আমি জানি, হঠাৎ মনের কষ্টের কথা চিন্তা করলেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। চোখের সাথে মনের একটা যোগসাজস আছে। মন তার ভেতরের কষ্টটা অনুভব করে কিন্তু প্রকাশ করতে পারে না। সেটা প্রস্ফুটিত হয় অশ্রুধারার মাধ্যমে।
মায়ের কথা শুনে মনে হল, সত্যি তাই। বড্ড কষ্ট দিচ্ছি নিজেকে। একটু পরেই সবাই হয়তো এক এক করে এসে পড়বে। এই ছোট্ট ফাঁকা ঘরটাই তখন ওদের আগমনে গমগম করে উঠবে। একটার পর একটা হাসির কথা তুলে শুভেন্দু যেভাবে পেটে ব্যাথা ধরিয়ে দেয়, আমারো পেটে খিল ধরে যাবে। কান্না নয়, হাসি চেপে রাখতে না পেরে আমি নিজেই হয়তো তখন অবাক হয়ে যাব। দূঃখের স্মৃতি থাকবে না আর পেছনে। কে বলতে পারে, তারপরেই বিদিশা এসে হয়তো আমাকে নতুন করে আবার স্বপ্ন দেখাবে।
মা আমার মাথার কাছে বসে, চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, "শুভেন্দুকে আবার ফোন করে দেখবো? আসতে বলব তাড়াতাড়ি? ও এলে তোর মন ভাল হয়ে যাবে।"
আমি বললাম, "না মা, তার দরকার নেই। ও তুমি ফোন না করলেও আসবে। আমার জন্য ব্যস্ত হয়ো না।"
বলে নিজেই একটু হাসলাম। মা বলল, "জানিস, শুভেন্দু আমাকে কি বলেছে?"
চুপ করে শুয়ে শুয়ে শুনছি মায়ের কথা। মা বলল, "কাল রাতে শুভেন্দু চুপচাপ বসেছিল অনেক্ষণ। ডাক্তার তখন চলে গেছে। আমি ঘরে ঢুকে দেখি, ও চেয়ারে বসে ঢুলছে। বললাম, বাড়ী যাবে না শুভেন্দু? আর তো বিপদ নেই। ডাক্তার ঘুম পাড়ানির ওষুধ দিয়ে গেছে। দেব এখন অনেক্ষণ ঘুমোবে। তুমি বরং বাড়ী যাও। অনেক কষ্ট করে এসেছো।"
শুভেন্দু বলল, "জানেন, মাসীমা, আমি খুব একটা রাত জাগতে পারি না। আসলে সারাদিন ব্যবসার নানান ঝেমেলায় ব্যস্ত থাকি। দেবের মত অত আমার রাত জাগার অভ্যেস নেই। তবে যদি কোনদিন এমন হয়, আমার এই প্রিয় বন্ধুটির জন্য আমাকে রাতের পর রাত জাগতে হচ্ছে আমি জাগবো। কষ্ট হলেও জাগবো। দেবের জন্য আমার জান হাজির।"
তারপরেই মা বলল, "কি ভাল ছেলে রে, তাই না?"
আমি হাসলাম, বললাম, "শুভেন্দু আমার জন্য পাগল। ও আমাকে খুব ভালবাসে তাই বলেছে।"
মা বলল, "আর তুই কার জন্য পাগল? বিদিশার জন্য?"
আমি এবার হাসব না কাঁদবো তাই ভাবছি। প্রসঙ্গটা ঘুরিয়ে মাকে বললাম, "মা, শুক্লা কি বলল? আসছে?"
মা বলল, "ও তো ফোনে আমাকে পুরো কথাটাই বলতে দিল না। তার আগেই বলে বসল, মাসীমা আর বলতে হবে না। আমি বুঝে নিয়েছি দেবের কি হয়েছে। আমি এখুনি আসছি। ওখানে গিয়ে বাকীটা শুনবো।' দেখ হয়তো এখুনি এসে পড়ল বলে।"
মনে মনে ভাবলাম, শুক্লাও এখুনি আসবে। আর শুভেন্দুও হয়তো এসে পড়বে। দুজনে দুজনকে ভূত দেখার মত না দেখলেও শুভেন্দুর তো কিছুটা অস্বস্তি হবেই। কারণ শুক্লা যে আমার প্রতি একটু দূর্বলতা দেখিয়েছে সেটা শুভেন্দু ধরে ফেলেছে। কিন্তু শুভেন্দু তারপরের ঘটনাটা জানে না। শুক্লা মেনে নিয়েছে, বন্ধুত্ব কখনো ভালবাসায় পরিণত হতে পারে না। হার জিতের খেলা নয়। একে অপরের মনকে বোঝার মতন দৃঢ় মানসিকতা। বন্ধুত্বের মান রেখেছে শুক্লা। নিজেকেও ছোট করেনি, আর আমার ভালবাসাকেও খাটো করেনি।
মাকে বললাম, "মা, এরা সব এক এক করে আসবে, তোমার কষ্ট হবে না তো?"
মা বলল, "কিসের কষ্ট?"
আমি বললাম, "তুমি কিন্তু দফায় দফায় চা করা, ওদের আতিথেয়তা করার জন্য ব্যস্ত হয়ে পড়া। এসব একদম করবে না কিন্তু। সবাই সুবিধে অসুবিধের কথাটা বোঝে। এরা সবাই আমার খুব ভাল বন্ধু।"
মা বলল, "তুই এবার বিয়েটা করে ফেল, আর আমায় ছুটী দিয়ে দে। তাহলে আমি আর ব্যস্ত হবো না। কেউ এলে তাকে খাতির যত্নও করতে আসবো না। সব তোর ওই বউই তখন করবে।"
মনে মনে ভাবলাম, সত্যি কি জ্বালা। সব মায়েরাই ভাবে, ছেলের বউ একটু মনের মতন হবে। সব দায়িত্ব একাই কাঁধে তুলে নেবে। সংসার সুখের হবে রমনীর গুনে। কিন্তু আজকালকার মেয়েরা এখন আর এরকম কই? যদি বিদিশার সাথে সত্যি আমার বিয়েটা হত। তাহলে অবশ্য.....
কলিং বেলটা বাজছে। মা বলল, "ওই এল বোধহয় কেউ।"
তলপেটের কাছটায় হাত দিয়ে অল্প একটু টিপে দেখলাম, ব্যাথাটা এখন বেশ কম। ডাক্তারের ওষুধ কাজ করতে আরম্ভ করে দিয়েছে।
।।চুয়াল্লিশ।।
শুভেন্দু ঘরে ঢুকেছে। দেখলাম, বেশ খুশি খুশি ভাব। আমাকে বলল, "একেই বলে অন্তরের টান। যেই বললাম, অমনি ভেতর থেকে টানটা বেরিয়ে এল অটোমেটিক। কি ফার্স্ট রেসপন্স। যেন এখুনি ছুটে চলে আসবে তোর কাছে।"
আমি বললাম, "কার কথা বলছিস তুই?"
শুভেন্দু বলল, "একজনই তো আছে গুরু। আমরা সব ওর কাছে নস্যি।"
আমি বললাম, "মানে? কে সে?"
শুভেন্দু বলল, "তোমার জন্ম জন্মান্তরের সঙ্গিনী। শুধু এ জন্মে নয়, পরজন্মেও যে অলরেডি খাতায় নাম লিখিয়ে রেখেছে তোমার জন্য।"
আমি বললাম, "কে, বিদিশা?"
শুভেন্দু একটু চেঁচিয়ে উঠে বলল, "ইয়েস। তোমার ডারলিং। তোমার প্রাণেশ্বরী।"
আমি বললাম, "বিদিশাকে তুই ফোন করেছিলিস?"
শুভেন্দু বলল, "ওকে ফোন না করলে কি হত জানিস?"
আমি বললাম, "কি?"
শুভেন্দু বলল, "তুই এই পাংশুমতন মুখখানা নিয়ে আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতিস, আর থেকে থেকে একবার করে বলে উঠতিস, বিদিশা ও বিদিশা। কোথায় তুমি?"
আমি হেসে বললাম, "যা, মেলা বাজে বকিস না।"
শুভেন্দু হেসে বলল, "শালা। তুই কালকেও যা রকম দেখিয়েছিস, ডাক্তারও তাজ্জব হয়ে গেছে তোকে দেখে।"
মনে পড়ল ডাক্তারের কথা। উনিও আমাকে বলেছেন, কাল ওই অবস্থার মধ্যেও আমি নাকি বিড়বিড় করে বিদিশার নাম অনেকবার উচ্চারণ করেছি।
শুভেন্দু বলল, "তবে তোকে হ্যাটস অফ। অনেক তপস্যা করে তোর মত স্বামী আর প্রেমিক পাওয়া যায় রে। ব্যাচারা বিদিশা। এই সামান্য জিনিষটাই বুঝলো না। অসামান্য একটা লোককে অতিসামান্য করে ছেড়ে দিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনলো।"
আমি বললাম, "ছাড়, যা হয়েছে, হয়েছে। ও আর কি করা যাবে? তবে তুই যে ফোনটা করবি, আমি জানতাম। তারপরেই আবার ভাবছিলাম, মানসিক কষ্টে আছে মেয়েটা। ওকে দোষ দিয়েই বা কি করবো? আইনকে অবজ্ঞা করে তো আর কিছু করা যায় না। কিছু সময় তো লাগবেই।"
শুভেন্দু বলল, "শোনো বৎস। আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। যতদিন ডিভোর্সটা না হচ্ছে, বিয়ে হয়তো করতে পারবি না। কিন্তু প্রেমটা করতে অসুবিধে কোথায়?"
আমি বললাম, "কথাটা তো ঠিক। তাহলে এত টেনশন কিসের? বিদিশাকে কি কোন ভয় পাচ্ছে? না কি ওর স্বামী সত্যি ওকে বলেছে ডিভোর্স দেবে না।"
শুভেন্দু বলল, "কিছু একটা ব্যাপার আছে, বুঝছিস দেব। বিদিশা ওটা খোলসা করে বলছে না। ওর পেট থেকে কথাটা বার করতে হবে। হয়তো কোন দোটনায় পড়ে আছে ব্যাচারা।"
-- "দোটনায়?"
আমি একটু চিন্তিত হয়ে পড়লাম।
শুভেন্দু বলল, "এই দ্যাখ, তোর আবার টেনশন শুরু হয়ে গেল। না, তোকে কথাটা না বললেই ভাল হত। এক কাজ কর। বিদিশা আসছে, তুই ওকেই বরং পরিষ্কার করে সব জিজ্ঞেস করে নিস।"
আমি বললাম, "বিদিশা আসছে?"
শুভেন্দু বলল, "না এসে পারে? আমার দেবের মুখে হাসি ফোটাতে আসছে।"
কানের কাছে মুখটা নিয়ে এসে শুভেন্দু আস্তে আস্তে বলল, "এই মাসীমাকে কিছু বলিস নি তো? বিদিশা কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল।"
আমি বললাম, "কোনটা?"
- "আরে ওর ডিভোর্স যে এখনো হয় নি, সেই ব্যাপারটা।"
একটা দীর্ঘশ্বাস ফেলে শুভেন্দুকে বললাম, "মা'র সাথে এ ব্যাপারে কোন কথাই হয় নি আমার। কেন বিদিশা কি এখনও আমার মনটাকে বুঝতে পারে না। আমাকে বিশ্বাস করতে পারে না?"
হঠাৎ ভ্যাবাচাকা খেয়ে নিজেই থমকে গেল শুভেন্দু। আমাকে বলল, "আর কত পরীক্ষা দিবি? পরীক্ষারও তো একটা শেষ আছে। তোর মত কেউ নয়। সেটা যদি বিদিশা বুঝত, তাহলে হয়তো....."
বলে নিজেই মাথাটা নিচু করে নিল শুভেন্দু।
আমি বললাম, "বিদিশা মাথা উঁচু করে এ বাড়ীতে আসবে। ওকে কেউ আমরা খারাপ চোখে দেখব না। আমিও না। মা'ও নয়।"
শুভেন্দু বলল, "মাসীমা কিছু বলছিল?"
-- "কি ব্যাপারে?"
- "বিদিশার কথা। বলেনি মাসীমা? তোকে কিছু জিজ্ঞাসা করে নি?"
আমি বললাম, "মা তো আমার, আমারই মতন। আমি যেমন ছটফট করে উঠি। মায়ের মনটাও খুব নরম। মাঝে মাঝে একই সুরে গেয়ে ওঠে। কাল থেকে অনেকবারই বিদিশার কথা বলেছে। বিদিশা আসবে কিনা? অন্তত আমার শরীর খারাপের খবর জেনেও আসবে কিনা? পারলে মা হয়তো নিজেই ফোন করে বসতো বিদিশাকে। 'কি গো বিদিশা? দেবের শরীর খারাপ। তুমি আসবে না?"
শুভেন্দু বলল, "কি অদ্ভূত না? তোর সাথে বিয়েটা তখন বিদিশার হয়ে গেলে বিদিশাও আর একটা মা পেয়ে যেত তোর মতন। আমি সেইদিনটার জন্য শুধু অপেক্ষা করছি।"
বলতে বলতে মা ঢুকলো ঘরে। শুভেন্দুর দিকে তাকিয়ে বলল, "কি শুভেন্দু, চা খাবে? চা করে দেবো?"
বলেই আমার দিকে তাকালো মা। আমাকে বলল, "এই তুই রাগ দেখাবি না। সবাই আর শুভেন্দু এক নয়। কাল তোর জন্য ও কত খেটেছে বলতো?"
শুভেন্দু যেন কিছুই বুঝতে পারেনি। আমার আর মায়ের মুখের দিকে দুএকবার মুখ চাওয়া চাওয়ি করে বলল, "কি হয়েছে মাসীমা? ও রাগ দেখাবে কেন?"
আমিও হাসি তখন চেপে রাখতে পারছি না। মা বলল, "ছেলের আমার মায়ের জন্য খুব দরদ। আজকে সবাই এক এক করে আসবে। আগে ভাগে তাই আমাকে শাসিয়ে রেখেছে। তুমি কিন্তু সবাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে না। তোমার আবার তাহলে দারুন খাটাখাটনি হবে।"
শুভেন্দু বলল, "ঠিকই তো বলেছে। আপনি অত ব্যস্ত হবেন না তো। আজ এখানে কারুর খাতির নেই। যে যে আসবে সব বাড়ী থেকে খেয়ে দেয়েই আসবে। চা, জলখাবার মিষ্টি ওসবের কোন দরকার নেই।"
মা বলল, "তুমিও আমার ছেলের সঙ্গে তাল মেলাচ্ছো? আরে ওটুকু করলে কি এমন কষ্ট হয়? ওতে আমার কোন খাটনি নেই।"
আমি বললাম, "যাও যাও চা করে নিয়ে এসো। শুভেন্দুর জন্য স্পেশাল চা। বাকীদের জন্য কোন খাতির নেই। শুধু আমার এই বন্ধুটির জন্য তোমাকে ছাড় দিলাম।"
মা মুখ ভেঙিয়ে চলে গেল। আমাকে বলল, "তুই বললেই বা শুনছে কে?"
শুভেন্দু তখন হাসছে। আমিও হাসছি। আমার মুখের কাছে মুখটা নিয়ে এসে শুভেন্দু বলল, "আজ কিন্তু দারুন জমবে।"
আমি বললাম, "বিদিশা আসছে, তাই?"
শুভেন্দু বলল, "জীবনের বাকী কটা দিন যদি সুখে কাটাতে চাস, তাহলে বিদিশার আসাটা সত্যিই দরকার। আমি তো তাই মনে করি, তোর ভালবাসা যেখানে এখনো স্বচ্ছ, সেটা যদি শেষবারের মতন বিদিশা উপলব্ধি করতে পারে, তারজন্যই বিদিশার আসাটা নিতান্তই দরকার। অসুখের ঘোরে তুই শুধু বিড় বিড় করে যাবি, আর বিদিশা বিদিশা বলে পাগল হবি। আমাদেরও মাথাটা খারাপ হওয়ার আগে বিদিশার আসাটা একান্তই দরকার। প্রেমের রাজ্যে আমার তো মনে হয়, এমন কোন জায়গা নেই যেখানে বিদিশা নিশ্চিত আশ্রয় লাভ করতে পারে। এমন একটা নীড়। যেখানে মনের মতন একটা স্বামী আর মনের মতন একটা শ্বাশুড়ি। উফঃ এটা বোঝার জন্যও ওর একবার আসাটা খুবই দরকার। আর আমরা কি কেউ ওর এই বিপদে ওর পাশে নেই? এটা যেন ও কোনদিন না ভাবে, তারজন্যও ওর আসাটা দরকার। আর সব শেষে, তুই এখন শয্যাশায়ী। বিদিশা যদি না আসে তাহলে বাকীরা এসে শুধু কি করবে? সেটাও তুই বল। সেইজন্যই....."
আমি বললাম, "হ্যাঁ হ্যাঁ। বুঝেছি ওর আসাটা দরকার। ওফ তুই পারিস।"
শুভেন্দু হাসছে। মা চা নিয়ে ঢুকেছে ঘরে। বলল, "নিচে একটা ট্যাক্সি এসে দাঁড়াল। মনে হল শুক্লা এসেছে মনে হয়।"
চলবে
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার গল্প শেয়ার করার মূল উদ্দেশ্য।
লেখক(Lekhak)-এর লেখা এই গল্পটির ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click hereলেখক(Lekhak)-এর লেখা গল্পগুলোর ইনডেক্স-এ যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
মূল ইন্ডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment