CH Ad (Clicksor)

Tuesday, October 28, 2014

কত অজানা রে! সেক্স ট্রিভিয়া



কত অজানা রে! সেক্স ট্রিভিয়া




পিপিলিকার পাখা গজে মরিবার তরে! আপ্তবাক্যটি সর্বাংশে সত্য নয়, বরং বলা চলে "পিপিলিকার পাখা গজে রমনের তরে"। একটি বিশেষ সময়ে শুধুমাত্র স্ত্রী এবং পুরুষ পিপিলিকার শরীরে পাখা গজায়। এক শুভক্ষনে স্ত্রী পিঁপড়া ডানা মেলে আকাশে, তার অনুগামী হয় পুরুষ পিপিলিকার দল। শূন্যেই মিলন হয় তাদের, তারপর ডানা হারিয়ে মাটিতে পতিত হয় এবং মাটির নিচে বাসায় চলে যায়। তবে দূর্ভার্গের বিষয়, খুব অল্পসংখ্যকই জীবিত অবস্থায় বাসায় ফিরতে পারে, অধিকাংশই পাখিদের আহারে পরিণত হয়।

জানার কোন শেষ নাই! জ্ঞানী গুণীজনেরা কত কিছুই না বের করেছেন খুঁজে খুঁজে। সেসব থেকে কিছু মনিমানিক্য পরিবেশিত হলো আপনাদের দরবারে....



* বিভিন্ন কারনে একজন সক্ষম বিবাহিত পুরুষ যৌনমিলনে অনাগ্রহী হয়ে উঠতে পারে, তবে সবচেয়ে কমন কারন হলো অর্থাভাব।

* এক গবেষনায় দেখা গেছে প্রায় ৭০ টি উপায়ে একজন নারীকে সন্তুষ্ট করা সম্ভব, সবচেয়ে কার্যকর উপায় হলো শপিং।

* ভারতীয় প্রাচীন যৌনগ্রন্থ কামসূত্রে দশ রকমের চুম্বন, ৬৪ রকমের শৃঙ্গার, আট রকমের মুখমেহন এবং ৮৪ রকমের সংগম আসনের বর্ননা দেয়া হয়েছে।

* পুরুষের ক্ষেত্রে একবার যৌনমিলনের ফলে ৩৬০ ক্যালরী/ঘন্টা হারে শক্তি ব্যায়িত হয়।

* প্রাচীন রোম এবং গ্রীসে পশুর শিং, স্বর্ন, রৌপ্য, গজদন্ত এবং কাঁচ দিয়ে অভিজাত মহিলাদের জন্য Dildo বানানো হতো।

* ভাইব্রেটর যন্ত্র প্রথম ব্যাবহার করা হয় হিস্টোরিয়া রোগের নিরাময়ের উদ্দেশ্যে, ১৮৬৯ সালে।

* প্রাচীন গ্রীসে মহিলাগন ধর্মপালনের অংশ হিসাবে সমূদ্রে গিয়ে ঝড়ের দেবতাকে তাদের যৌনাংগ প্রদর্শন করতেন।

* কলম্বিয়ার কালিতে একজন নারীর প্রথম যৌনমিলনের সময় দর্শক হিসেব তার মা উপস্থিত থাকেন।

* অষ্টাদশ শতাব্দিতে পায়ুমৈথুনের সাংকেতিক টার্ম ছিল "বায়ু নির্গমনের পথ অনুসন্ধান করা"।

* মানবকূলে একটি স্বাভাবিক রাগমোচনের স্থায়িত্বকাল ৩ থেকে দশ সেকেন্ড। শুকরকূলে এর স্থায়ীত্বকাল বিশ থেকে ত্রিশ মিনিট।

* নারী-পুরুষ উভয়ের জন্য ঠান্ডা লেগে নাক বন্ধ হওয়ার সবচেয়ে কার্যকর প্রাকৃতিক চিকিৎসা হলো যৌনমিলন।

* "Red Light Area" টার্মটি প্রথম চালু হয় ফ্রান্সের এভিগননে ১২৩৪ সালে, একটি পতিতালয়ে লাল রংএর লন্ঠন প্রজ্জলিত রাখার বিধান চালু করার মাধ্যমে।

* প্রাচীন ইংল্যান্ডে রাজপরিবারের সদস্য ব্যাতিত অন্যদের সন্তানের উদ্দেশ্যে যৌনতার জন্য রাজার নিকট থেকে লিখিত সনদ নিতে হতো, তাতে রাজা একটি সীলমোহরের ছাপ দিয়ে দিতেন, তাতে লেখা থাকতো - "Fornication Under Consent of the King" - F.U.C.K.

* যাদের মাথায় টাক আছে তারা চুল ওয়ালাদের চেয়ে ভালো সেক্স করতে পারে। কারন তাদের মধ্যে টেসটোসথেরোনের মাত্রা উচ্চ।

* একজন পুরুষ গড়ে সর্বোচ্চ ৪০ মিনিট তার লিঙ্গ খাড়া করে নিজ নিয়ন্ত্রণে রাখতে পারে।

* একজন নারীকে গড়ে ২০ মিনিট ওরাল দিলে তার অরগাজম হবে।

* পুরুষের দিনে ৭ বারের মত লিঙ্গ খাড়া হয়। ৫ বার তো ঘুমের মধ্যেই হয়।

* পুরুষের বীর্যপাতের গতি গড় ২৮ মাইল প্রতি ঘন্টায় ।

* ক্ষুদ্রতম সব সময় খাড়া লিঙ্গ ছিল ১ মি. লম্বা।

* গড়ে ১% নারীর স্তনের বোঁটায় আদর পেলে অরগাজম হয়।

* গড়ে ৩০% নারী ৮০ বছর বয়সেও যৌন সক্ষম থাকে।

* প্রতি বছর ১১০০০ আমেরিকান আকামের ও অযোগ্য সেক্স পজিশন বের করতে গিয়ে ইন্জুরড হয়।

* ৩৬০ ক্যালোরি ১ ঘণ্টার যৌন কর্মে ক্ষয় হয়।

* ২০০৪ সালে এমন সেক্স টয় আবিষ্কৃত হয় যা ব্যাটারির বদলে USB PORT এও ব্যবহার করা যায়।

* সেক্সুয়ালি একটিভদের মধ্যে Sexually transmitted diseases সবচেয়ে কম লেসবিয়ানদের হয়।

* বেশির ভাগ ব্রা মাত্র ১৮০ দিনের ব্যাবহারের জন্য তৈরি করা হয়।

* মাইক্রোস্কোপের নিচে একটি ইঁদুরের শুক্রাণু একটি হাতির শুক্রাণুর চেয়ে বড় দেখা যায়।

* প্রতি বছর আনুমানিক ২০০ মহিলার মধ্যে ১ জন একটি অতিরিক্ত স্তনবৃন্ত সঙ্গে জন্ম হয়।

* বর্তমান সমীক্ষায়ে দেখা গেছে অন্যান্য মাসের চেয়ে জুলাই মাসে আমেরিকানরা তাদের ভার্জিনিটি বেশি হারায়।

* সমীক্ষায় দেখা গেছে অস্ট্রেলিয়ান নারীরা তাদের প্রথম ডেটেই সেক্স করতে বেশি পছন্দ করে।

* Black Widow spider তাদের সঙ্গীকে সেক্স করার সময় বা সেক্স করার পরে খেয়ে ফেলে।

* একটি শুক্রাণুর ১ ঘণ্টা সময় লাগে ৭ ইঞ্চি ভেতরে যেতে।

* সেক্স শব্দটি তৈরি হয়েছিলো ১৩৮২ সালে।

* Parthenologist তাদের বলা হয় যারা ভার্জিন এবং ভার্জিনিটি নিয়ে ব্যাপক গবেষণায় দক্ষ।

* স্থায়ী যৌন সমস্যার দুটি প্রধান কারন টাইট প্যান্ট এবং দীর্ঘ দিনের ধূমপান।

* প্রথম জন সম্মুখে স্ট্রিপ ড্যান্স হয় প্যারিসে ১৮৯৪ সালে।

* ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরাতে কুকুর এবং বিড়াল পারমিট ছাড়া সেক্স করতে পারবে না।

* যেই মানব দেহের উপাদান অতিরিক্ত সেক্স ও ভালবাসার উদ্রেক করে সেই একই উপাদান phenylethylamine চকলেটেও পাওয়া যায়।

* Oneirogmophobia কে স্বপ্ন দোষের ভয় বলা হয়।








কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য। 




মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here


হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

No comments:

Post a Comment