কনডম(Condom) নিয়ে কিছু তথ্য!!
১. একটি কনডম প্রায় ৪ কোয়ার্ট তরল ধারন করতে পারে যা প্রায় ষোল কাপের সমান।
২. বহু বছর ধরে বিভিন্ন পদার্থ ব্যবহার করা হয়েছে কনডম তৈরির জন্য। এসব পদার্থের মাঝে আছেঃ লিনেন, মাছের চামড়া, ভ্যাড়া, ছাগলের intestines।
৩. আধুনিক কনডম গুলো ৯০% ই ল্যাটেক্স দিয়ে তৈরি, শুধু মাত্র ল্যাটেক্স(latex) কনডমই এইচ আই ভি সংক্রামন দমন করতে পারে.
৪. তেল আর বেশিরভাগ লোশনই ল্যাটেক্স ভেঙ্গে ফেলতে পারে। পানি বা সিলিকন বেসড লুব্রিক্যান্ট ব্যাবহারে ল্যাটেক্স ভাঙ্গে না।
৫. দুইটা কনডম একসাথে ব্যাবহার করা একটা ব্যবহারের থেকে বেশি ঝুঁকিপূর্ণ। কারন দুইটির পরস্পর ঘর্ষনের ফলে ছিড়ে বা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি।
আরো আছে:
১. এক কনডম একবারের বেশি ব্যবহার করা যায় না, বা ঠিক না।
২. এক জরিপে দেখা গেছে, মেয়েরা চকোলেট ফ্লেভারের কনডম অন্যগুলোর চেয়ে বেশি পছন্দ করে। (ইনক্লুডিং আপনাদের মামি)
৩. উন্নতমানের Thin বা পাতলা কনডম সাধারন কনডমের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি আনন্দ দেয়। বিশেষত মেয়েদের চেয়ে ছেলেরা পাতলা কনডম বেশি পছন্দ করে। (ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।) তাই সামনের বার কনডম কেনার সময় ফার্মেসীতে পাতলা কনডম খুজে দেখতে পারেন। অবশ্য এজন্য আপনাকে পয়সাও গুনতে হবে একটু বেশি।
৪. ব্যাবহারের পর কনডম অবশ্যই বাথরুমের কমোডে বা প্যানে ফেলবেন না। সুয়ারেজ লাইন আটকে উল্টো বিপদে পড়তে পারেন। (আমি নিজে এই বিপদে পড়ি নাই, তবে শুনেছি)
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য।
মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment