CH Ad (Clicksor)

Tuesday, October 7, 2014

আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ন যৌন অঙ্গ কোনটি? Discussion



আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ন যৌন অঙ্গ কোনটি?




আসুন আমাদের জ্ঞান বা জানা একটু পরীক্ষা করে দেখি -

আপনার মতে বা জানা মতে সবচেয়ে গুরুত্বপূর্ন যৌন অঙ্গ কি বা কোনটি?

আপনার হিসেবে যৌনজীবনে শরীরের কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে?

পুরুষাঙ্গ?
যোনী?
স্তন?
নিতম্ব?
নাকি অন্য কিছু?

মামা-খালারা সবাই জানান। বিশেষ করে খালাদের মন্তব্যগুলো বিশেষ গুরুত্বপূর্ন।

প্রতি সপ্তাহ শেষে ফলাফল প্রকাশিত হবে এখানেই।

(ইচ্ছে করেই জরিপ দিলাম না, লেখা চাই)




কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য। 




মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here


হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

4 comments:

  1. স্তন? কারন স্তনে মেয়েদের সব চেয়ে বেশি ফিল হয়।

    ReplyDelete
  2. কেউ মনে করেন যোনী সবচেয়ে গুরুত্বপূর্ন, (কারন? এইখানে ঢুকায় - একটু খারাপ কইরা কইলাম)

    কেউ স্তন বা নিতম্ব বেশি পছন্দ করেন।

    আপনার হিসেবে যৌনজীবনে শরীরের কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে?

    ReplyDelete
  3. ব্রেন

    প্রথমতঃ জীবনে পূর্ণতা আনে সুখী দাম্পত্য
    আর সেখানে সেক্সের চেয়ে বোঝা-বুঝির গুরুত্ব অপরিসীম
    কাজেই ব্রেন

    দ্বিতীয়তঃ সেক্সে পূর্ণতা আনয়নেও ব্রেন অনেক গুরুত্ব রাখে
    সঠিক সময় সঙ্গীর সঠিক চাওয়া বুঝতে পারা দরকার
    নাহলে শিব-ঠাকুর হলেও শান্তি দিতে পারবেন না
    আর উর্বশী মেনকার কাছ থেকেও শান্তি সুখ পাবেন না

    বাকী যা আছে- তা দেখার কাজে লাগে, বাগাড়ম্বড়ের কাজে লাগে
    ব্রেন না থাকলে ওগুলোর দাম অনেক কমে যায়
    তবে ব্রেন থাকলে ওগুলো পরিণত হয় সম্পদে
    চমৎকার একটা কেকের উপরের মজাদার ক্রীমের মত
    হেলথ আর টেস্ট এক সাথে

    হয়তো সবটা বুঝাতে পারলাম না
    সময় সুযোগ হলে পরে আরও ব্যাখ্যা করা যাবে

    ReplyDelete
  4. আমি কি একটা জোক বলবো! খেকজ

    একবার শরীরের বিভিন্ন অংগ ঝগড়া লাগায়া দিল কে সবচেয়ে বেশী ইম্পর্ট্যান্ট, মাথা কয় আমি সবার উপরে থাকি আমি যা চিন্তা করি আর ইন্সট্রাকশন দেই সেই অনুসারে সব হয় তাই আমিই বস। হাত কইল আমি কাম করি এমন মুখে তুইলা না দিলে খাইতেও পারবা না তাই আমি বস, পা কইলো আমি যদি বিভিন্ন যায়গায় না নিয়া যাইতাম তাইলে চাকুরী করতা কেমনে! তাই আমিই বস। সবাই যে যার মাহাত্ম ্য বর্ননা কইরা বসের দাবী জানাইতে লাগলো।

    এইবার নিচে থাইকা পাছা কয় আমিই বস।আমি যদি বর্জ না বহিস্কার করতাম তাইলে তোমরা সবাই ভেটকী লাইগা পইড়া থাকতা। তাই আমি বস, সবাই হাইসা কইল আর কথা পাইলি না, তুই বস! আমরা মানি না।

    পাছা কইল ঠিক আছে আমি অসহযোগ আন্দোলন শুরু করলাম। দিল কাম বন্ধ কইরা। বর্জ নিস্কাসন বন্ধ, এক দিন,দুইদিন গেল ভালই। তিন দিনের দিন শুরু হইয়া গেল অস্বস্তি, ঘুট ঘাট পুট পাট, কাম হয় না। ৫দিন এর মাথায় শরীর আর পারে না, পেট ফুইলা ঢোল, মাথা কাম করে না, পায়ের উপরে খাড়াইতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ, পরে সবাই কইল আইচ্ছা মামা তুমিই বস এইবার মাফ কইরা দেও।

    মোরাল অফ দ্যা স্টোরী! নাহ কমু না আসলে ভুইলা গেছি।

    যেইটা কইতে চাইতাছিলাম সেইটা হইল। পুরা শরীর ই হইল যৌণ যন্ত্র! একটা ছাইড়া আরেকটা! চিন্তাই করা যায় না, অতি সুন্দরী মাইয়া তার স্তন ছাড়া আর কিছু নাই, বা যোনী ছাড়া আর কিছু নাই তা' কি যৌণ উত্তেজক হবে!? আবার প্রচন্ড সুন্দর শরীর মগজ নাই সে যৌণ জড় হবে। তাই সবকিছুই জরুরী! আমার সবটাই চাই!

    ReplyDelete