গনোরিয়া (Gonorrhea)
এটি একটি যৌনবাহিত রোগ । সারা বছরে প্রায় ২০০ মিলিয়ন গনোরিয়া রোগী পাওয়া যায়। এটি মারাত্বক হয়ে দাড়ায় কোনো কোনো সময় নারীদের জন্য । এক ধরণের মেইসেরিয়া গনোরিয়া ব্যাকটিরিয়ার আক্রমণে এই রোগ হয়ে থাকে। এটি শরীরের স্পর্শ বিশেষ করে যৌনাঙ্গের সাথে যৌনাঙ্গের স্পর্শে বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে। ওরাল এবং এনাল যৌনমিলনের ফলে এটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। ১৫-২৪ বয়সী পুরুষের এই রোগ হবার সম্ভবনা থাকে সবচেয়ে বেশি । অনেক পুরুষের চেয়ে নারীর দৃশ্যমান ইনফেকশন থাকে। পুরুষের প্রথম উপসর্গ হলো প্রস্রাবের জ্বালাযন্ত্রণা হওয়া। ইনফেকশন কমানো না গেলে এই রোগ যৌনাঙ্গ সম্পর্কে শিথিল করে ফেলে । দীর্ঘসময়ের ইনফেকশনের জন্য মস্তিক ত্বক এবং হাড়ের জোড়ায় সমস্যা হতে পারে। তবে প্রাথমিক অবস্থাতেই গনোরিয়ার চিকিৎসা করা হলে ভবিষ্যতে এটির বিস্তার আর হবে না। এমনটি নিশ্চিত বলা যায়।
পুরুষের গনোরিয়া
ক. প্রস্রাবের সমস্যা এবং মূত্রথলি বড় হয়ে যাওয়া
খ. কিডনি ব্লাডস
গ. এপিডাইমিডিসের বৃদ্ধি
ঘ. অন্ডথলিতে ব্যথা
ঙ. সমকামীদের পায়ুপথে তীব্র ব্যথা
চ. ওরাল সেক্সের জন্য মুখে আলসার
ছ. আর্থ্রাটিসের প্রকোপ
জ. মেনিনজাইটিস
ঝ. অবশেষে হার্টের অসুখ ইত্যাদি।
নারীদের গনোরিয়া
ক. লাল, হলুদ অথবা সাদা র্যাশ(Rash) যৌনাঙ্গে
খ. প্রস্রাবের অসুবিধা
গ. যোনি বড় হয়ে ফুলে যাওয়া
ঘ. ফ্যালোপিয়ান টিউব বড় হয়ে যাওয়া
ঙ. তলপেটে চিনচিন ব্যথা
চ. পায়ুপথে ইনফেকশন ইত্যাদি।
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য।
মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment