গর্ভপাত সমন্ধে ইসলাম কি বলে!
এই লেখাটি জওয়াজ.কম থেকে নেয়া। আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আমি ফিকাহ শাস্ত্রবীদ নই। এই লেখায় আমার নিজস্ব মত বা বক্তব্য কিছুই নেই। আমি শুধু অনুবাদ করেছি।
------->> Hafiz Rahman (Bhut)
প্রশ্নঃ কখন গর্ভপাত করা যাবে?
জবাবঃ মহান আল্লাহর নামে, যিনি সবচেয়ে দয়ালু ও সবচেয়ে ক্ষমাশীল।
কোন ঔষধ সেবন অথবা সল্য চিকিৎসার মাধ্যমে 'গর্ভ মোচন'কে গর্ভপাত বলে। ইসলাম মানব জীবনকে আল্লাহর দেয়া অসীম দান বলে গন্য করে।
"এবং অবশ্যই আমরা আদমের সন্তানকে সন্মানিত করেছি।"
- সুরা আল-ইশরা আয়াতঃ ৭০
জীবনের অবস্থান কোথায় সেটা বিষয় না, এটা জরায়ুর মধ্যে অথবা বাইরে হতে পারে। এই সুরক্ষা শুধু মানব জীবনেই নয় মানব শরীরের বেলাও বর্তায়। সুতরাং শরিয়ত অনুযায়ী মানব শরীর জীবিত অথবা মৃত সমান ভাবে সুরক্ষিত গন্য করা হয়। এই কারনেই জীবিত অথবা মৃত মানুষের গোস্ত খাওয়া হারাম।
গর্ভপাত সম্পর্কে শরিয়তের ভাষ্যঃ
গর্ভপাতকে দুই ভাগে ভাগ করা যায়:
ক) দেহে আত্মার প্রবেশের পরে গর্ভপাত
খ)দেহে আত্মার প্রবেশের পুর্বে গর্ভপাত
এই দুই শ্রেনীর গর্ভপাতের ব্যাখ্যার পূর্বে এটা জেনে নেয়া ভাল যে, শরিয়ত অনুযায়ী গর্ভধারনের ১২০(৪ মাস) দিন পর আত্মা দেহে প্রবেশ করে।
ইসলামী আঈনবীদগন (Fuqaha) কোরানের আয়াতের উপর ভিত্তি করে গ্রহন করেছেনঃ
"আর আমি মানুষ সৃষ্টি করিয়াছি মাটির উপাদান হইতে তারপর আমি তাকে শুক্রাকারে স্থাপন করি এক নিরাপদ স্থানে, পরে আমি শুক্রানূকে পরিবর্তন করি জমাট রক্তে, পরে জমাট রক্তকে পরিনত করি পিন্ডে, পরে পিন্ডকে পরিনত করি অস্থিতে, পরে অস্থিকে আবৃত করি গোস্ত দ্বারা সব শেষে তাকে আর এক আকারে পরিনত করি; সুনিপুন সৃষ্টি কর্তা আল্লাহ কত বিরাট।"
- সুরা মুমিনুন আয়াতঃ ১২,১৩,১৪
মহান আল্লাহ'র রাসূল সাল্লালাহু আলাইহেস সালাম এই ধাপ গুলো সমন্ধে বিশদ আলোচনা করেছেন, দুই প্রখ্যাত হাদিসবেত্তা ইমাম আল বুখারী ও ইমাম মুসলিম তাদের সহি হাদিসে এর উল্লেখ করেছেন।
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) বলেন, রাসুল সাঃ বলেছেনঃ
"একজনের বীজ মায়ের জঠরে ৪০ দিন ‘নুতফা’ আকারে থাকে, তারপর একটি জমাট রক্ত হিসাবে আরো ৪০ দিন, এক টুকরা মাংশপিন্ডের আকারে থাকে সমসংখ্যক দিন(যখন হাড় ও শরীরের অন্যান্য অংশের বিন্যাস শুরু হয়)"
- সহি বুখারী ও সহি মুসলিম।
প্রখ্যাত হানাফি ফিকাহ সাস্ত্রবীদ ইবনে আবিদিন (রাঃ) তার ‘রাদ-আল-মুহতার’ বইয়ে লেখেনঃ
"হাদিসে উল্লেখ আছে আত্মা ভ্রুনে ১২০ দিনে (৪ মাস) প্রবেশ করে।"
- রাদ-আল-মুহতার ১/২০২।
এই স্তরে অর্থাৎ আত্মা ভ্রুনে প্রবেশ করার (১২০ দিন) পরে গর্ভপাত সম্পূর্ন নিষিদ্ধ ও হত্যার সমতুল্য গন্য করা হয়। কারন তখন দেহে প্রান চলে এসেছে। সমস্ত বিদ্যানগন এর নিন্দা করে নিষেধ করেছেন।
ইমাম ইবনে তামিয়া (রাঃ) তার ফতোয়া সংগ্রহে বলেছেনঃ
"মুসলিম বিদ্যানদের মতে ভ্রুন গর্ভপাতকে অবৈধ (হারাম) ঘোষনা করা হয়েছে। এটা কোরানে বর্নিত মেয়েশিশু জীবন্ত প্রোথিত করার মতো।"
- ফতোয়া ইবনে তামিয়া ৪/২১৭
"জীবন্ত প্রোথিত কন্যা সম্পর্কে হইবে জিজ্ঞাসিত"
-সুরা আল-তাকবীর আয়াতঃ ৮
ইবনে আবিদিন (রাঃ)ও তার রাদ-আল-মুহতার বইয়ে এ কথা বলেছেনঃ
"যদি কোন মহিলা তার গর্ভপাতের সিদ্ধান্ত নেয় ফিকাহ সাস্ত্রবীদরা বলেছেন, যদি ভ্রুনে আত্নার প্রবেশকাল পার হয়ে থাকে, তখন এই অবস্থায় গর্ভপাতের অনুমতি নাই"
- রাদ-আল-মুহতার ৫/২৭৬
যদি মায়ের জীবন সংকটাপন্ন থাকেঃ
কোন কোন আধুনিক ফিকাহসাস্ত্রবীদ অবশ্য বলেছেন যদি গর্ভকালের ১২০ পার হয়ে গিয়ে থাকে আর কোন কারনে মায়ের জীবন কঠিন সংকটাপন্ন হয়ে যায় তাহলে গর্ভপাত করা যাবে। এটা ‘উসুল-আল-ফিকহ’ বইয়ে জুরিস্টিক প্রিন্সিপ্যল থেকে নেয়া হয়েছে।
"কারো মাঝে যদি দুইটি খারাপ জিনিষ দেখা যায়, তা হলে দুইটির মধ্যে কম গুরুতর যেইটি সেটা পছন্দ করা উচিত।" - আল-আসাব-ও্য়া-আল-নাযাইর পৃষ্ঠা ৯৮।
ব্যাখ্যায় তারা বলেন যে, "গর্ভপাত করে মায়ের জীবন বাচান বেশী জরুরী, কারন মায়ের জীবন দুনিয়াতে প্রতিষ্ঠিত, তার দ্বায়ীত্ব ও কর্তব্য রয়েছে, যেখানে ভ্রুন তখনো মায়ের জঠরে। এইক্ষেত্রে মায়ের জীবন বিপন্ন হলে শুধুমাত্র অভিজ্ঞ মুসলিম ডাক্তার দিয়ে এই কাজ সম্পন্ন করতে হবে।"
১২০ দিনের পূর্বে গর্ভপাতঃ
গর্ভস্থিতী যতদিনই হোক না কেন নির্দেশ হ’লঃ "এমন কি এই অবস্থায়ও গর্ভপাত নিষিদ্ধ।"
তার কারন ব্যাখ্যা হিসাবে বলা হয় যদিও আত্মা ভ্রুনে প্রবেশ করে নাই, কিন্তু যতদিন মায়ের পেটে থাকে গর্ভস্থিত ভ্রুন মায়ের দেহের এক্টি অংশ। মানব দেহের প্রতিটি অংগ প্রতংগ্য যেমন মহান আল্লাহ’র দান ও ‘আমানত’ তেমনি ভ্রুনটিও আল্লাহ’র আমানত হিসাবে মায়ের জঠরে রক্ষিত রয়েছে, এর ক্ষতি করার কোন অধিকার মানুষের নেই। শুধু তফাতটি হ’ল ১২০দিন আগে গর্ভপাত করলে পাপটি ১২০দিন পরে করার চাইতে ছোট হবে। এটা খুন হিসাবে গন্য হবার চাইতে মানবাধিকার লংঘন ও আল্লাহ’র আমানত খেয়ানত করার গুনাহ হবে।
রাদ-আল-মুহতার এ বলা হয়েছেঃ "আত্মা ভ্রুনে প্রবেশ করার পূর্বে ও পরে গর্ভপাত করা যাবে না।" রাদ-আল-মুহতার ৫/২৭৯
বিশেষ ক্ষেত্রেঃ
যাইহোক, কখনো কখনো এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন ভ্রুনে আত্মা প্রবেশ করার পূর্বে (১২০ দিন) গর্ভপাত করা জরুরী হয়ে দাড়ায়। যেমন ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়লে, অন্য কোন কারনে মায়ের জীবন সংকটাপন্ন হয়ে পড়লে, ক্রমাগত প্রসবের ফলে মায়ের স্বাস্থের অবনতী ঘটলে, ইত্যাদি।
ইমাম আল-হাস্কাফি (রাঃ) তার ‘দূর–আল-মুখতার’ কিতাবে লেখেনঃ
"যদি আত্মা ভ্রুনে প্রবেশ না করে থাকে, বৈধ কারনে গর্ভপাতের অনুমতি দেয়া যেতে পারে।"
"এটা উল্লেখ করা প্রয়োজন যে অবৈধ যৌন সংগমের ফলে গর্ভবতী হয়ে পড়া এক্টি বৈধ কারন নয়। মায়ের পেটে ধারন ও বেড়ে উঠাকে সমান সন্মানের চোখে দেখা হয়, এখানে বৈধ অবৈধ কোন বিষয় নয়।" - হিদায়া ২/২৯২
পরিসংহারে বলা যায়, ১২০ দিন গর্ভধারনের পর গর্ভপাত সম্পূর্ন অবৈধ, ও মানুষ হত্যার সামীল। কোন কোন ফিকাহ সাস্ত্রবীদ অবশ্য যদি শুধু মাত্র মায়ের জীবন রক্ষার জন্য দরকার হয় তবেই ভ্রুনের আত্মা প্রবেশের পূর্বে (১২০ দিন) গর্ভপাতের অনুমতি দিয়েছেন। এটাও গুনাহ এর কাজ তবে তা মানুষ হত্যার সমপর্যায়ের হবে না।
মহান আল্লাহ সব চেয়ে বেশী ভাল জানেন।
মোহাম্মাদ ইবনে আদম আল খাওতারী, ইংল্যান্ড
কেমন লাগলো দু-একটা শব্দ হলেও প্লিজ লিখে জানান। আপনাদের মহামূল্যবান মন্তব্যই আমার লেখা শেয়ার করার মূল উদ্দেশ্য।
মূল ইনডেক্স এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
click here
হোমপেজ এ যেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
এই পর্যন্ত অনেক জনই ফুচকী মারছে এই পেজে! মাগার কারো ভাল লাগেনি এই বক্তব্য! একবার ভাবলাম খালি চটি আর নেন্টু ছবিই পোস্ট করা উচিত, আরেকবার ভাবলাম আমার কাম আমি কইরা যাই!
ReplyDeletemashtar shaab mainshe ki koilo er na koilo oita loia jodi apne chinta koren ta hole amago moton obhaga go ki hoibo. gaaaner kotha janmu koi thaika... anyway thank u very much for ur fabulous post.... want more like this.....
DeleteJi mama! Aajkaal leecher der shongkha ta beshi mone hocche pej gulote te!!!! Public shob ailsheya hoye gelo na ki???nono
Deleteঅবশ্যই আপনের কাম আপনে কইরা যাবেন। আর আমরা সবসময়ই ভূত'এর সাথে আছি :d।
Deleteতোমাগো দেহি এট্টুও ডর ভয় নাই! ভুতের সাথে আছ!!
Deleteগুতায় (আঙ্গুল বা অন্য কিছু দেয়া না) মনে কয় ভালা কাম হইছে। রিপ্লাই দেইখ্যা তো তাই মনে অইতাছে।
Deleteতুমিই কও মামু এত কষ্ট কইরা যোগাড় করলাম, বাংলায় অনুবাদ কইরা টাইপ কইরা পোস্ট করলাম তার পরেও দাম দেয় না!
Deletehahaaha, valo bolsen bhut mama. apnar kaam apni kore jan.. keu na keu upokrito hobe.. thanks mama informationer jonne.
DeleteSotti mama, onek kisu siksi
Deletemama apner ai dharona ta thik na.......keep it up
DeleteThanks
মামা আজকাল এইটা একটা fashion হইয়া গেছে
ReplyDeleteআমার মনেহয় এ'জন্য আইন তৈরি করা উচিত
amar valo lagse mama
ReplyDeleteapnar maddhome page er onek member islam ke bhalo moto jante parche..
ReplyDeleteapnar proceshta obbyahoto thakuk aamin..
summa aamin.........................
Deletevalo laglo mama
chomotkar lekhchen mama! onek kichu janlam!
ReplyDeleteAllah ta'ala jeno aapner ei procheshta kobool kore! Aamin!
mamu apni khub valo kaj koresen.tnx
ReplyDeleteএইতো বাংগালী জাগছে! সবাইরে ধন্যবাদ কষ্ট কইরা পড়ার জন্য আর মন্তব্যের জন্য।
ReplyDeleteHafiz Rahman মামার তালেম ভালোই লাগল, মামা চালাইয়া যান।
ReplyDeleteIdaning jei hare abortion er rate bartese....dor lagtese...in future a kono shishu ki mayer Jothore bere uthte parbe kina...
ReplyDeleteOnek onek Informative ekta thread Hafiz Bhai....
Buira mashtor "Jindabad"
মায়ের জীবন বাচানো ছাড়া অন্য কোন কারনে "গর্ভপাত"কে আমার কাছে এমনিতেই 'হত্যা' মনে হয়। আমার কথা হইলো - গর্ভপাতের মতো জঘন্য অবস্থা পর্যন্ত যাইতে হইবো ক্যান? বাজারে কি কনডম শেষ? সবচাইতে বড় কথা 'সংযম'। তাছাড়া এখন তো i-pill ও পাওয়া যায়।
ReplyDeleteHafiz Rahman মামা, আমি একটু ইনফো দিলাম...
i-pill is a single-pill emergency contraceptive that offers you an effective way to prevent an unplanned pregnancy.
i-pill contains levonorgestrel - a progestogen which helps prevent the implantation of the egg in the uterus and avoids the beginning of pregnancy. i-pill can work in any of the three different ways depending on where you may be in your menstrual cycle.
- It may stop an egg being released from the ovary.
- If an egg has been released, i-pill may prevent the sperm from fertilizing it.
- If the egg is already fertilized, it may prevent it from attaching itself to the lining of the womb.
i-pill is ineffective if the pregnancy is established (i.e. the fertilized egg has attached itself to the womb). It is therefore not an abortion pill.
Hafiz Rahman মামারে এতো সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ।
মামু আপনার কথা আমার বেশ ভাল লাগছে। তবে মামু বাংলাদেশে আই-পিল মনেহয় তেমন একটা এভেলেবেইল না।
Deleteতোমারেও ধন্যবাদ মামা! তয় তোমার লেখায় মনে হইল 'আই-পিল' যৌন মিলনের আগে ব্যাবহার করতে হবে, অর্থাত এটাও অন্য বাকী জন্মনিয়ন্ত্রকের মত। আমি ঢাকায় থাকতে শুনছিলাম 'ডোগাইনল' নামে একটা ট্যাবলেট পাওয়া যাইত, যা আকাম হইয়া গেলে নাকি খাইতে হইত তাতে মেয়েদের আবার রজঃস্রাব শুরু হইয়া যাইত!
Deleteক্লোমিড নামে আরেকটা ট্যাবলেট আছে একই কাজ করে। দুই ক্ষেত্রেই আকাম করার পরপরই খাইতে হয়। কয়েকদিন পরে খাইলে কিন্তু মামা ঠিকই তুমি বাবা হইয়া যাইবা!
বিশেষ সতর্কীকরনঃ গর্ভমোচন/গর্ভপাত অত্যন্ত ঝুকিপূর্ন এক্টা কাজ, ডাক্তারের পরামর্শ ছাড়া আল্লাহর দোহাই লাগে কেউ এই কাম করতে যাইও না।
nono ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না! nono
মামু, আপনে চালাইয়া যান। যদিও আমি মুসলিম নই তবুও ধর্ম সম্পর্কে জানতে ভাল লাগে। ধন্যবাদ মামু...
ReplyDeleteনা মামা, i-pill হইলো জরুরী অবস্থার জরুরী ব্যবস্থা। 'অস্ত্র খাপে ভরতে ভুইলা গেলে' - মানে আচমকা গর্ভধারণের সম্ভাবনারে ঠেকানোর লাইগা মিলনের ৭২ ঘন্টার মধ্যে খাইতে হয়। ডোগাইনল -এর কিছু ব্যাড সাইড এফেক্ট ছিল, Clomed বা i-pill এ পার্শ্বপ্রতিক্রিয়া কম।
ReplyDeleteমামা শুধু তাই নয়, গর্ভপাত ঘটানো আইনত দন্ডনিয়।
ReplyDeleteমামাগো হগলরেই ধন্যবাদ। অনেক কিছু হিগলাম। আগে জানলে কত বিপদ অইতেই না মুক্তি পাইতাম। "আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান" হে হে হে.....
ReplyDeletejene rakhlam mama, khokono kaje lagle kaje lagamu
ReplyDeleteShobaito shara jibon adult Choti r picture deikha ovvash korchen , Ebar ektu Islam shomporke janun.. Vi eta porokale kaje lagbe...We want more Islamic topics.
ReplyDeleteapni i-pill khan ar abortion koran ek e kotha. ektu mone koren mature houar agei kore arekta ektu pore kore. ei ekta tofat. ami Peace Tv te Zakir Nayak er ekta lecture shunchilam ei baper-e. Abortion kora jayez kina??? Jai hok tini bolsen je "Abortion tu onek durer kotha condom use kora o thik na. Tumi jodi baccha nite na e chao tobe sex korar dorkar ki???" tini emon ekta montobbo korsilen.tini aro bolsen je "jodi Allah manush re tar rijik er bebosta na korte parten or rijik ta limited hoito tobe Allah nijei emon bebosta koira diten je baccha 1/2 ta houar por ar hoibo na." so keu jodi baccha na nite chai tobe mash-e 10 ta din sex na korlei hoi. emni te Islam-e ache otirikto sex manush-er aiyo(life expectency) komai.
ReplyDeleteপক্ষে বিপক্ষে কথা আছে! তোমরা 'জাহাদুল বালা' হইতে বাঁচ! এই হাদিস ও শুনেছি, যখন জাহাদুল বালা সমন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন রাসুল সাঃআঃ বলেছেন, "অধিক সন্তান আর কম সম্পদ!"
Deleteবিবেকের ব্যাবহারই বাঞ্ছনীয়!
Nuton kora janlam.. ThnX..
ReplyDeletethank u mama.eta sobar e jene rakha uchit.
ReplyDeleteসেই আশায়ই তো পোস্টিং মারছি মামী!
Deleteonek kichu sikhte parlam,thanx a lot bhut mama
ReplyDeleteআরে ইউ আর ওয়েলকাম!
Deletethanks mama, ai sob bepar gula amader deser sobar jana uochit..thanx for ur post.
ReplyDeleteচেষ্টা কইরা যাইতাছি, দোয়া রাইখেন মামা।
DeleteThanks a lot vut mama for sharing the knowledge.
ReplyDeleteআপনারেও ধন্যবাদ!
DeleteGr8 sharing maMma.
ReplyDeleteআর আপনে grrrrrrrrrrrrrrr88888888 রিপ্লাই দেওনের লাইগা
Deletevaloito.....
ReplyDeleteকেন মামা! খারাপ ভাবছিলেন!
Deleteঅত্যন্ত দরকারী একটা পোষ্ট দিছেন ভুত মামা, আপনার জন্যে শুভেচ্ছা।
ReplyDeleteশান্তি পাইলাম মামা!
Deleteমামা আপনাকে ধন্যবাদ, এইরকম আরো চাই।
ReplyDeleteখাড়াও, যোগার কইরা লই!
DeleteGreat job buth mama
ReplyDeleteতাও ভাল যে Booth কও নাই!
DeleteBhut bhaai onyer kotha jani na! tobe aami aapnaar montobyo mon diye porri! dhonyobad
ReplyDeleteআমার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট বানামু তোমারে ভাবতাছি!
DeleteThanks for your share mama...................... beshi kore post korun ...........
ReplyDeleteআর কোন কাম নাই আমার মামু!
DeleteMamma post khubi bhaloi hoise, ta niye kono debate nai. But kotha hosse sathe ekta alochonar moto kisu thakle bhalo hoto. 120 diner bishoy ta jebhabe uthe ashlo tate kintu mone hote pare eta.......... So shobai etake kibhabe dekhte chaibe shetai ashol kotha. Jodiooo bola ase..... রাদ-আল-মুহতার এ বলা হয়েছেঃ আত্মা ভ্রুনে প্রবেশ করার পূর্বে ও পরে গর্ভপাত করা যাবে না। রাদ-আল-মুহতার ৫/২৭৯
ReplyDeleteEi bisohy tai importance paoa uchit bole ami mone kori sathe sathe "bishesh karon" obviously juktishongoto. Karon amader mone rakhte hobe "shokol kaj niyoter upor nirbhorshil" ........................
জী এই কথাটাই বলতে চাইসি মামা, বিভিন্ন বক্তার ভাষ্যে
Deletemama khub valo ekta thread disen eijonno onek onek thanks...
ReplyDeleteআপনারে ও ধন্যবাদ মামা কষ্ট কইরা আইসা পড়ার জন্য!
Deletemamu eai doroner aro lekha chai karon one kisui amra jani na donnobad
ReplyDeletemashallah onek kisu shikhlam...ei bar shawwa polapan er loge debate kora jaibo...
ReplyDeletedhong maira jokhon koi gorbopat beper na mon chai ghuira chorai...thanks for a superb post...onek onek dhonnobad
thnx mama onek important info pailam.
ReplyDeletemama apni gyaner vandar..u r d boss
ReplyDeletenothing much to say, simply great.
ReplyDeleteThanx.....
ReplyDeleteআত্মা যে ১২০ দিন পরে দেহে প্রবেশ করে এইটা আমার জানা ছিল না।
ReplyDeleteপুরাটা পড়ে অনেক কিছু জানলাম। মামা, আপনাকে অনেক ধন্যবাদ এইরকম একটা জিনিস শেয়ার করার জন্য।
Really Good. thanks.
ReplyDeleteঅনেক ধন্যবাদ। অনেক কিছু জানলাম।
ReplyDeleteThanks for the post mama.... onek kisu janlam...
ReplyDeletegreat post mama.......... thanks a lot
ReplyDeleteমামা,
ReplyDeleteসবাই এক রকম না। আপনার কাজ আপনি করে যান। আপনাকে অনেক ধন্যবাদ।
মামা,
ReplyDeleteমূল বিষয় হলো আপনার পেজটা লোকে পড়ছে কি না। এমন গুরুতর বিষয়ে কেউই তো তেমন কিছু জানি না, তাই বলার তো তেমন কিছু থাকে না। তাই ভালমন্দ কিছু না বললে মাইন্ড খাইয়েন না।
janlam onek kichu thanks.
ReplyDeletemotamoti laglo mama pore.......carry on...
ReplyDeleteমামা এর মানে কি যে প্রয়োজন বোধে ১২০ দিনের আগে গরভ পাত ঘটানো শরিয়ত সমরথন করে...?...খুব দরকারি সব ইনফর্মেশন মামা... থাঙ্কস...
ReplyDeleteমামা আমার একখান কথা আছে তা হলো : তাই বইলা গর্ভধারণ করার পর গর্ভপাত করবে তা কিন্তু ঠিক না।
Deleteআমার মতে গর্ভধারণ হওয়া পর, গর্ভপাত না করাই উচিত, যদি কোন সমস্যা না থাকে।
very good post.
ReplyDeletehmm mamu very informative post
ReplyDeleteVai amra to boi pustol dekhi na... research to durer kotha... but apnar kotha valo lagse.. information er jonne thanks
ReplyDeleteThanks for your informative writing .....
ReplyDeletelike it...
ReplyDeletemama ami neje o jinish ta pochondo kori na magar mama sobar obostha sob somoy ek hoy na hoyto manush bipod e poerao emon korte pare
ReplyDeleteমনের অনেক ভূল ধারনা দূর করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ মামা
ReplyDeletemama very good post carryon
ReplyDeleteমামা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সবারই এর সম্পর্কে ধারণা করা উচিত।। ইসলামের দৃষ্টিকোণে কি কি করা যাবে আর যাবে না যদি জানা থাকে তাহলে আমরা অনেক বিপদ থেকেই পরিত্রাণ পাবো।
ReplyDeleteshobar matha thanda koira disen bhut mama
ReplyDeleteধন্যবাদ মামুস আইসা পড়া আর জবাব দেবার জন্য!
ReplyDeletemama ami akta soti kotha boli ...ami beya korachi .15 mas cholsa ..beya korar 1 mas por amar wife ar ghorbe sontan asaa .. but bron ar boyos jokhon 40 din tokhon oushod khaya bron nosto kora fela ...aei bron nosto korar jonno amar wife ar ki kono pap hoba ????????!
ReplyDeleteআমার জন্য অনেক কঠিন প্রশ্ন এইটা মামা! আমি ফিকাহ সাস্ত্রবিদ না মামা, আর আলেমও না, কইতে পারুম না আপনের পাপ হইছে কি না, মুফতীগো লেখা রেফারেন্স থাইকা যতটুকু বুঝতে পারি, ১২০ দিন আগে ভ্রুনে আত্মা প্রবেশ করে না, কাজ কাম বুইঝা বিবেচনা কইরা করাই ভাল, যেইটা হইয়া গেছে সেইটারেতো আর ফিরানো যাইবো না, ভবিষ্যতের জন্য সাবধান হওয়া ভাল।
Deleteআর গুনাহ যদি হইয়াই থাকে তাইলে আল্লাহর কাছে মাফ চান দুইজনে মিল্লা! আল্লাহ মাফ করনের মালিক। আল্লাহ রহমানের রাহীম।
From The post - [......... আর আমি মানুষ সৃষ্টি করিয়াছি মাটির উপাদান হইতে তারপর আমি তাকে শুক্রাকারে স্থাপন করি এক নিরাপদ স্থানে, পরে আমি শুক্রানূকে পরিবর্তন করি জমাট রক্তে, পরে জমাট রক্তকে পরিনত করি পিন্ডে, পরে পিন্ডকে পরিনত করি অস্থিতে, পরে অস্থিকে আবৃত করি গোস্ত দ্বারা সব শেষে তাকে আর এক আকারে পরিনত করি; সুনিপুন সৃষ্টি কর্তা আল্লাহ কত বিরাট।-সুরা মুমিনুন আয়াতঃ ১২,১৩,১৪.........]
ReplyDeleteমামা বর্তমানে কিন্তু শুক্রানু ছাড়াও ভেড়ার ক্লোন করা গেছে (আমার জানা মতে মানুষের উপর এখন ও এক্সপেরিমেন্ট হয় নাই) । প্রক্রিয়াটা এই রকম । প্রথমে ভেড়ার একটা ডিম্বানু সংগ্রহ করে ওই একই ভেড়ার শরীরের কোষ থেকে ডি.এন.এ সংগ্রহ করে ডিম্বানু কে নিশিক্ত করে আবার ওই ভেড়াটার জরায়ুতে স্থাপন করা হয়। এবং স্বাভাবিক ভাবেই ওই ভেড়াটি নিজের মত একটা বাচ্চা দেয়। বাচ্চাটির নাম রাখা হয় ডলি। সুতরাং শুক্রানু বা পুরুষ ছাড়াও বংশ বিস্তার এক্ষেত্রে সম্ভব হয়েছে। প্রকৃতিতে পুরুষ প্রানির উৎপত্তি হয়েছে ক্রস ব্রিডিং এর জন্য। যাতে এডাপ্টেশান ক্ষমতা বাড়ে।
মামু এইখানে ডিম আগে না মুরগী আগে শুরু হইয়া যাইব তাই কিছু কইলাম না খালি কইলাম যেই ভেড়াটার কোষ নিছিলা সেইটা কই থাইকা আসছিল! ডিম্বানু শুক্রানু ছাড়া বানাও, তারপরে কও উল্টাইয়া ফালাইছি!
Deletevery important information
ReplyDeletebhalo laglo
ReplyDeleteকামে লাগলো কিনা সেইটা বল মামা!
DeleteThanks for parting the knowledge.
ReplyDeletemamu ai rokom qus/ans (jibon dhormi islam) aro chai. khub valo lagse. r keo na poruk ami porbo.chalai jan
ReplyDeleteevery fetus has the rights to see the light of earth
ReplyDeleteমামা ভাল অক্ত পোস্ট দিছেন থ্যাংক্স
ReplyDeleteনাইস পোস্ট মামা , keep it up
ReplyDeleteদন্যবাদ আপনার ইনফর্মেশন এর জন্য!
ReplyDeleteমামা.............আমাদের অনেক কিসু জানা দরকের ...............
ReplyDeleteজটিল একটা বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ
ReplyDeleteগুড পোস্ট। কীপ ইট অন
ReplyDeleteGreat Post ..। really knowledgeable .। kintu apni জওয়াজ.কম e giye keno ei topic er upor jor dilen ...oita thik bujhlam na ..। any way ...thanx a lot
ReplyDeletemama page ta pore onek kiso jante parlam. thanks................
ReplyDeletemama pore bhalo laglo
ReplyDeleteমামা আপনাকে অনেক ধন্যবাদ
ReplyDeletethank you for the information...keep continue with verious
ReplyDeletemama valo jinish shiklam
ReplyDeletethanks
thanks for sorting out these informations
ReplyDeleteধন্যবাদ সবাইরে, তথ্য কামে লাগলেই সার্থক খাটুনী।
ReplyDeletekhub dorkari jinis janlam...kaje lagbe ....thnx
ReplyDelete